পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ज्ञश्रृंत्रङच्नत्र । ] ভক্তিরত্নাকর। ৬২৯ o বাছাছুরপুর গ্রাম। তখী বৈসে বিপ্রশ্রেষ্ঠ শ্যামদাস নাম ॥ প্তাহার অনুজ বংশীদাসচক্রবর্তী। বিধাতা নিৰ্ম্মিল ভারে যেন স্নেহমূৰ্ত্তি ॥ অল্পকাল হৈতে আৰ্ত্তি বিদ্যা অধ্যয়নে। দেখিয়া সে চেষ্টা মুখ পায় সৰ্ব্বজনে ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্যে অনুরাগ অতিশয়। নিরন্তর রাধাকৃষ্ণলীলা অস্বাদয় ॥ অদীক্ষিতমতে অতি উদ্বিগ্ন অন্তরে। হইব দক্ষিত কোথা কিছুই না করে । বুধরিগ্রামেতে আচার্য্যের আগমন। শুনি অতি উৎকণ্ঠিত করিতে দর্শন ৷ শীঘ্ৰ গিয়া দেখেন শ্ৰীগোবিন্দভবনে। আচাৰ্য্য আছেন কৃষ্ণকথা আলাপনে ॥ চতুর্দিকে বেষ্টিত সকল প্রিয়গণ। আচার্য্যের শোভা সব করে নিরীক্ষণ ॥ দূর হৈতে বংশীদাস আচাৰ্য্য দেখিয়া । ভূমে পড়ি প্রণময়ে অতিদীন হৈয়া ॥ তিলে তিলে আনন্দ বাড়য়ে অতিশয় । মনে যে উপজে তাই ব্যক্ত না করয় । কতক্ষণ শ্ৰী আচাৰ্য্য দর্শন করিয়া । গৃহে চলিলেন নেত্রজলে সিক্ত হৈয়া ॥ দেখি বংশী চেষ্টা শিষ্টগণে বিচারয়। ইহঁ আচার্য্যের কৃপাপাত্র সুনিশ্চয় ॥ ঐআ|চাৰ্য্য দৃষ্টিপাতে শক্তি সঞ্চারিলা। আচার্য্যের মনোবৃত্তি কেছ না জানিলা ॥ আচার্য্যের প্রিয় বংশীদাস মহাধীর । বুঝিতে না পারি তার চরিত্র গভীর ॥ নির্জনে বলিয়া মনে মনে বিচারয়। ঐআচাৰ্য্যপ্ৰভু কি দিবেন পদাশ্ৰয় ॥ ঐছে কত বিচারিতে উদ্বিগ্ন অন্তর। গোঙাইলা দিবারাত্রি তৃতীয় প্রহর ॥ আকস্মাং নিদ্রা জাকৰ্বিতে রাত্রিশেষে। স্বপ্নচ্ছলে আচাৰ্য্য