পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe . ভক্তিরত্ন কর । , [ ग'भउज्ञत्र । আইসে বংশী-পাশে ॥ কি অপূর্ব ভঙ্গিতে গমন মনোহর। টলমল করে প্রেমময় কলেবর ॥ দীর্ঘ দুই লোচন চাহনি অমুপমা । কে ধরে ধৈর্য দেখি মুখের সুষমা ৷ মন্দ মন্দ হাসিয়া চাহয়ে বংশীপানে। নিজ প্ৰভু জানি বংশী পড়ে শ্ৰীচরণে ॥ স্নেহাবেশে আচাৰ্য্যঠাকুর বংশীদাসে। অলিঙ্গন করি কহে স্বমধুর ভাষে ॥ মহামহোৎসব হ’বে খেতরি গ্রামেতে । এ হেতু স্ক্রনরোত্তম আইলেন নিতে ॥ তা সবারে অতিশীঘ্র বিদায় করিয়া। রছিলাম আমি তোমা সবার লাগিয়া না ভাবিহ রজনিপ্রভাতে শিষ্য করি । তোমা সব সঙ্গে লৈয়া যাইব খেতরি ॥ এত কহি বংশী শিরে অপিয়া চরণ । অতি অনুগ্রহ করি হৈল আদর্শন। প্রভু আদর্শনে অতি ব্যাকুল হৃদয় । জাগিয়া দেখেন নিশি প্রভাত সময় ॥ প্রাতঃকৃত্য করি গেলা উল্লসিত মনে । যথা শ্ৰী আচাৰ্য্য বিলসয়ে গণ সনে ॥ আচাৰ্য্যচরণে পড়ি যৈছে দৈন্য করে। সে সব শুনিতে কার হিয়া না বিদরে ॥ গণ সহ শ্ৰীআচাৰ্য্য প্রভুরে লইয়া । আইলেন নিজগৃহে মহাহৰ্ষ হৈয়া ॥ শ্ৰী আচাৰ্য্যপ্ৰভু মহা আনন্দ অাবেশে । রাধাকৃষ্ণ মন্ত্র দীক্ষা দিলা বংশীদাসে ॥ পরম অপূর্ব বিধানেতে শিষ্য কৈল । গ্রন্থবাহুল্যের ভয়ে তাহা না বর্ণিল ॥ ঐছে আর কথোজনে অনুগ্রহ করি । গণসহ মহাঁহর্ষে চলয়ে খেতরি । অতিশীঘ্ৰ হইয়া শ্ৰীপদ্মাবতী পার। খেতরি গ্রাগেতে পাঠাইলা সমাচার ॥ শুনি শ্ৰীগb