পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ । ] उक्लिङ्गङ्गोरुङ्ग | ৬৩৩ সেই ক্ষণ ॥ এ সকল কথা হৈল সর্বত্র প্রচার। জন্মিল যে আনন্দ কহিতে সাধ্য কার । শ্ৰীজাহ্নবী ঈশ্বরীর অলৌকিক রীতি। গমন উদ্যোগ যৈছে কহি কি শকতি ॥ খড়দহ আদি গ্রামবাসি-লোকগণ । আইলেন সবে শীঘ্ৰ করিতে দর্শন ॥ শ্ৰীজাহ্নবী দেবী সে সবারে সন্তোষিলা । লোক রীত প্রায় সর্বমতে ভার দিলা ॥ শ্ৰীবস্থদেবীরে কিবা কহি সঙ্গোপনে । হইল বিদায় যৈছে কে বণিতে জানে ॥ অতি যত্নে গঙ্গা বীরভদ্রে প্রবোধিয়া। খড়দহ হৈতে চলে প্ৰভু সোঙরিয়া ॥ সঙ্গেতে চলিলা মহা ভাগবতগণ । র্য। সবার দর্শনে পবিত্র ত্রিভুবন ॥ কৃষ্ণদাস সরখেল মাধব অচির্য্যে। রঘুপতি বৈদ্য উপাধ্যায় মহা আৰ্য ৷ শ্ৰীমনকেতন রামদাস মনোহর । মুরারি চৈতন্য জ্ঞানদাস মহীধর ॥ শ্ৰীশঙ্কর ঐকমলাকর পিপ্পলাই। নৃসিংহ চৈতন্য জীব পণ্ডিত কানাই। গৌরাঙ্গ নকড়ি কৃষ্ণদাস দামোদর ॥ শ্ৰীপরমেশ্বরী বলরাম বিজ্ঞবর ॥ শ্ৰীমুকুন্দ দাসবৃন্দাবন আদি করি। এসবার সহ স্থখে চলয়ে ঈশ্বরী ॥ আর যত পরিচারিকাদি চারিপাশে । সে অপূর্ব শোভায় সবার ধৈর্য্য নাশে ॥ বিনা যানে শ্রীজাহ্নবী কথোদুর গিয়া । মনুষ্যের যানে চঢ়ে সঙ্কুচিত হৈয়া ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরীর গমন দর্শনে। গ্রামে গ্রামে লোকের সংঘট স্থানে স্থানে ॥ নয়নভাস্কর হালিসর গ্রামে ছিল । পরম আনন্দে তেঁহো শীঘ্র যাত্রা কৈলা ॥ খঞ্জ ভগবানাত্মজ রঘুনাথাচাৰ্য্য। আসিয়া [bro ]