পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Hම්) ভক্তিরত্নাকর । [ ग¥मठब्रन्न । মিলিল তেঁহো সৰ্ব্বগুণে আর্য্য । সে দেশে যে ছিলেন পুরম বিজ্ঞগণ । শ্ৰীঈশ্বরী সঙ্গে হৈল সবার গমন ॥ নিত্যানন্দ কিঙ্কর বণিক ভাগ্যবস্ত। প্ৰভু সঙ্গে চলে সে মুখের নাই অন্ত ॥ হইল সংঘট বহু আইলা অম্বিকায়। শ্রীচৈতন্যদাস আসি মিলিলা তথtয় ॥ সৰ্ব্বত্র বিদিত সৰ্ব্ব মতে যোগ্য যেহো । গৌরপ্রিয় ঐবংশীদাসের পুত্ৰ তেঁহো ॥ শ্ৰীঈশ্বরী সঙ্গে যাত্রা কৈলা সেই ক্ষণ । শ্ৰীহৃদয় চৈতন্যের হইল গমন ॥ শ্ৰীহৃদয়ানন্দ ভক্তিপ্রদানে প্রবীণ। শ্রীচৈতন্য নিত্যানন্দ যার প্রেমাধীন ॥ স্ত্রীচৈতন্য নিত্যানন্দ জাহ্নবী ঈশ্বরী । অন্নাদি ভুঞ্জাইল যৈছে বণিতে না পারি ॥ অম্বিকাপ্রদেশে যে যে ভক্ত প্রেমময় ॥ সবে যাত্র। কৈলা হৈল চিত্তে হর্যোদয় ॥ নবদ্বীপ নিকট আসিয়া সৰ্ব্বজনে। অনিমিষ নেত্ৰে চাহে নবদ্বীপে পানে ॥ প্রভু-লীলা সোঙরিতে অধৈর্য্য হৃদয় । অগ্নিশিখা প্রায় দীর্ঘনিশ্বাল ছাড়য় ॥ উঠিল ক্ৰন্দন রোল ভাসে নেত্ৰ জলে। মূচ্ছিত হইয়া সবে পড়ে মহীতলে ॥ যে অদ্ভুত চেষ্টা তা বর্ণিব কুন জনে ॥ প্রভুর ইচ্ছায় স্থির হৈলা কত ক্ষণে ॥ শ্ৰীপতি শ্ৰীনিধি আদি নবদ্বীপ হৈতে। প্রেমাবেশে আইলা সবে আগুসরি নীতে ॥ পরস্পর হৈল যৈছে সবার মিলন। যৈছে গঙ্গাস্নানাদি তা না হয় বর্ণন ॥ শ্ৰীপতি শ্রীনিধি শ্ৰীবাসের ভ্রাতাদ্বয় । সবt লৈয়া নবদ্বীপ গ্রামে প্রবেশয় ॥ নবদ্বীপ প্রবেশ সময়ে যে প্রকার। মু অজ্ঞের শক্তি কি বণিতে লেশ তার ॥ শ্ৰীপতি