পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ । ] ভক্তিরত্নাকর। Q39& ঐনিধি লৈয়া গেলেন ভবনে। মহানন্দ হৈল গিয়া স্ত্রীবাসঅঙ্গণে ॥ শ্ৰীজাহ্নবী কহয়ে কি লাগি এতক্ষণ । শান্তিপুর ছৈতে কারু না হইল গমন ॥ এত কহিতেই আইল অদ্বৈততনয় । ঐ অচ্যুতানন্দ শ্ৰীগোপাল প্রেমময় । অচ্যুতের সঙ্গে আইল ভাগবত যত । র্তা সবার নামগুণ কে কহিবে কত ॥ শ্রীকানু পণ্ডিত আর দাস নারায়ণ । বিষ্ণুদাসাচাৰ্য্য কামদেব জনাৰ্দ্দন ॥ বনমালী পুরুষোত্তম আদি দয়াময়। সবে আদি প্রবেশয়ে শ্ৰীবাস আলয় ॥ আগুসরি শ্রীপতি আনিয়ে সৰ্ব্বজনে হৈল মছ|নন্দ পরম্পর সম্মিলনে ॥ শ্রীজাহ্নবী ঈশ্বরী হইয়া হর্ষ অতি । দিন দুই তিন নবদ্বীপে কৈল স্থিতি ॥ নবদ্বীপে শ্ৰীপতি স্ত্রীনিধি আদি করি । সবে উল্লসিত হৈল যাইতে খেতরি ॥ প্রভুগণ সংঘট শোভায় ধৈর্য্য হরে । রজনী-প্রভাতে চলে কণ্টক নগরে ৷ আকাইহাটের কৃষ্ণদাসাদি সহিত। কণ্টকনগরে সবে হৈল। উপনীত। যদুনন্দন|দি মহামনের উল্লামে । আগুসরি লৈয়া আইসে গৌরাঙ্গ আবাসে ॥ হেন কালে শ্ৰীখণ্ডের ঐীরঘুনন্দন গণসহ অইলা যেন সাক্ষাৎ মদন ॥ পরম অদ্ভুত শোভা উপমা কি দিতে। মনেতে উল্লাস শীঘ্র থেতরি যাইতে । আর যে সকল মহান্তের আগমন । তাহ কে কহিবে কিছু করিয়ে গণন । শিবানন্দ সহ বিপ্র বাণীনাথ বৰ্য্য। বল্লভ চৈতন্যদাস শ্ৰীহরি ত্যাচাৰ্য্য ৷ ভাগবতাচাৰ্য্য ক্সার নর্তক গোপাল । জিতামিশ্র রঘুমিশ্র পরম দয়াল ৷ কাশীনাথ পণ্ডিত নয়নমিশ্র ·