পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশমতরঙ্গ । ] ভক্তিরত্নীকর । , N.9 দেশ বিবাদী লোক স্থির হৈতে নারে। প্রীতে সঙ্গে চলিলেন পদ্মাবতী তীরে। পূর্বে শ্ৰীসন্তোষ নৌকা নিযুক্ত রাখিলা। গমন মাত্রেতে পদ্মাবতী পার হৈলা ৷ হইল গমনধ্বনি খেতরি গ্রামেতে । আনন্দে উথলে লোক নারে স্থির হৈতে ॥ খেতরি গ্রামেতে লোক অৰ্ব্বদ অপার। খেতরি প্রদেশে যত সংখ্যা নাই তার ॥ বালবৃদ্ধ আদি সবে চতুর্দিকে ধায় । বুঝিতে না পারে কেহ কি হৈল হিয়ায় এথা শ্ৰীনিবাস নরোত্তমাদি সহিতে। পরম উল্লাসে চলে আগুগরি নীতে ॥ যৈছে লৈয়া মাইলেন সে প্রেম আবেশ । যৈছে শোভা বণিতে কে পারে তার লেশ ॥ চতুর্দিকে দেখি লোক ভাসে নেত্র জলে । প্রভুগণে প্রণময়ে পড়ি ভূমিতলে ॥ দেখিয়া লোকের আৰ্ত্তি কুন মহাশয়। অতি সুমধুর বাক্যে কারু প্রতি কয় ॥ এ দেশে না ছিল এ ফুল্লভ ভক্তিলেশ । নরোত্তম গুণে ধন্য হৈল হেন দেশ ॥ ঐছে কহি লোকের সৌভাগ্য প্রশংসয় । মহানন্দে খেতরি গ্রামেতে প্রবেশয় ॥ করুণার মূর্তি যত প্রভু প্রিয়গণ । গ্রামমধ্যে উদয় হইল। চন্দ্রসম ॥ শ্ৰীনিবাস নরোত্তমাদি মহা যত্নেতে। সবে লৈল পৃথক পৃথক্ অভ্যালয়েতে ॥ দেখি সে সে স্থান, হর্ষ সবার অন্তরে। আইলেন সবে যেন আপনার ঘরে ॥ হৈল যত বাসা আর যতেক ভাণ্ডার । তাতে যে নিযুক্ত লোক সংখ্যা নাই তার ॥ শ্ৰীসন্তোষ দত্ত নিজ গণের সহিতে । করে যে মঙ্গলকাৰ্য্য লেখা নাই দিতে ॥ এ