পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झर्भशङग्नत्र । ] उक्लिबङ्गाकत । J9సి প্রাণ জুড়ায় আমার ॥ প্রাতে গিয়া প্রভুগণে করিব দর্শন। তথাই রহিব ঘরে নাই প্রয়োজন ॥ কি সুখ খাইতে অদ্য আইলাম ঘরে ঘরে। ঐছে কত কহি দুঃখে আপনা ধিক্কারে। কেহ কহে প্রভু এ না দুঃখ ঘুচাইব। এ বিষম নিশ। অদ্য শীঘ্র পোহাইব ॥ কেহ কহে বুঝি রাত্রি আছে দণ্ড ছয় । নহিলে কি ঐছে বাদ্য কোলাহল হয় ৷ কেহ কহে দেখ স্থপ্রভাত হৈল নিশি। সর্বচিত্তাকর্ষে শ্ৰীফাল্গুনপোঁর্ণমালী ॥ ঐছে কহি ধায় লোক শ্ৰীমন্দির যথা । পরম অদ্ভুত শোভা দেখে গিয়৷ তথা ॥ নিজ নিজ বাস হৈতে মহন্তসকল । আইসেন স্ত্রীমন্দিরে প্রেমায় বিহ্বল। জিনিয়া গজেন্দ্রগতি তেজ সূৰ্য্যসম । প্রতি অঙ্গ পুলকে পূর্ণিত মনোহর ॥ পরিধেয় নবীন বসন সুশোভিত । কপালে তিলক বাহু বক্ষ নামাঙ্কিত ॥ মন্দ মন্দ হাসি চতুৰ্দ্দিকৃ নিরীক্ষয়। প্রভুর শ্ৰীমন্দির প্রাঙ্গণে প্রবেশয় ॥ মনের উল্লাসে সবে বৈসে দিব্যাসনে। শ্ৰীজাহ্নবীঈশ্বরী বৈসয়ে সঙ্গোপনে ৷ শ্ৰীনিবাসাচার্য্য নরোত্তমমহাশয় । দেখি শোভাr মুখের সমুদ্রে সাতারয়। প্রভুপরিকর সবে শ্ৰীনিবাস প্রতি । অভিষেকাদি ক্রিয়ায় দিলা অনুমতি ॥ শ্ৰীনিবাস দীনপ্রায় ইমে প্ৰণমিয়া । করয়ে ঐবিগ্রহাভিষেকাদিক ক্রিয়া, যে অদ্ভূত পারিপাটা কহিল ন নয়। বসাইল সিংহাসনে জীবিএই ছয় ॥ স্বপ্নচ্ছলে প্ৰভু যে যে নাম জানাইল । বিগ্ৰহগণের ণে সে মাম ব্যক্ত কৈল ॥ গৌরাঙ্গ বল্লবী কান্ত শ্ৰীব্ৰজমোহন।