পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 e ভক্তিরত্নাকর। [ দশমতরঙ্গ । শ্ৰীকৃষ্ণ শ্রীরাধাকান্ত শ্রীরাধারমণ। এ ছয়ের অভিষেক শোভা অতিশয় । না ধরে ধৈর্য যে বারেক নিরীক্ষয় ॥ সর্বমহন্তের মনে হৈল চমৎকার। নিবারিতে নারে নেত্রে আনন্দাশ্র ধার। অলক্ষিত দেখি দেব পুষ্পবৃষ্টি করে। পাইয়া পরমানল আপন পাসরে ৷ জয় জয় শব্দ কোলাহল অনিবার । নান বাদ্য ধ্বনি ধৈর্য্য হরয়ে সবার ॥ বিপ্ৰ বেদ উচ্চারয়ে সুমধুর স্বরে। ভাটগণ বর্ণে শোভা বিবিধপ্রকারে ॥ নিরুপম শোভাবধি শ্ৰীবিগ্ৰহগণ । সে বেশ রচিতে ধৈৰ্য্য ধরে কে এমন ॥ খ্ৰীনিবাসচার্য্য মহাযত্নে ধৈর্য্য ধরি। বিরচি বিচিত্র বেশ দেখে নেত্র ভরি ॥ সুগন্ধি চন্দন আর যত পুষ্পমালা। বহুপাত্রে লৈয়া প্রভু আগে সমপিলা ॥ অপূর্ব বিধানে পূজা করি মহাসুখে। করে আরাত্রিক সবে দেখেন কৌতুকে ॥ জয় জয় ধ্বনি হৈল বাদ্য কোলাহল। শুনিতে সে শব্দ দূরে যায় অমঙ্গল ॥ অtরাত্রিক সমাধtয় মহন্তসকলে । পরম ফ্রানন্দে প্রণময়ে মহীতলে ॥ নরোত্তম মুখের সমুদ্র মগ্ন হৈয়৷ প্ৰণময়ে শ্ৰীপ্রভুগণের নাম লৈয়া ॥ 1. o তথাহি তৎকৃতপদ্যং ॥ গৌরাঙ্গবল্লবীকান্ত শ্ৰীকৃষ্ণব্ৰজমোহন। রাধারমণ হে রাধে রাধাকান্ত নমোহস্তু তে ॥ " কত শত লোক প্রবেশিয়া ঐঅঙ্গণে। প্রণমে বিহ্বল হৈয়া আরতি দর্শনে ॥ শ্ৰীমন্দির প্রাঙ্গণতি পরিদর নহে !