পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম তরঙ্গ। ] • ভক্তিরত্নাকর। ಆ8) তথাপি অগস্থ্য লোক এক ভিতে রহে ৷ প্ৰভু ইচ্ছা অঙ্গণ প্রভাব ঐছে হয় । জন্যে কি জানিব এ দুলক্ষ্য অতিশয় ॥ এ প্রলঙ্গ শুনিতে বিস্ময় হয় আনে। আরতি সময় ষে দেখিল সেই জানে ॥ জtহা মরি অপূর্ব আরতি সমাধিয়া । ভোগ সমপিতে আচার্য্যের হর্ষ হিয়। পৃথকৃ পৃথক পাত্রে হুচারু বন্ধানে । বিবিধ সামগ্ৰী ভোগ দিলা সঙ্গোপনে ॥ ভক্ষণাবসর জানি দিয়া আচমন । যত্ন করি করাইল তাম্বল ভক্ষণ । মগন্ধ চন্দনসহ পুষ্পমালা দিল । সুচারু চামর বায়ে অতি স্নিগ্ধ কৈল ॥ শ্ৰীমন্দির দ্বার আবরণ ঘুচাইতে । প্রভু অঙ্গ সৌগন্ধি ব্যাপিল চারি ভিতে ॥ শ্রীপ্রভুগণের প্রতি মঙ্গের ছটায় । হরিল সবার ধৈর্য্য উপমা কি তায় ॥ শ্ৰীনিবাসাচার্য্য অতি অধৈর্য্য হইয়। ভূমে পড়ি প্রণময়ে অঙ্গণে অ'পিয়া ॥ আপন মানয়ে হীন অপরাধ ভয়ে । করয়ে যে দৈন্য তাহা কহিল না হয়ে ॥ প্রভুপরি করে প্রণমিতে বার বার। সবে জালিঙ্গয়ে নেত্রে আনন্দtশ্র ধার ॥ শ্রীজাহ্নবী ঈশ্বরী চরণে প্ৰণময় । তেঁহ অতিশয় অনুগ্রহ প্রকাশয় ॥ পরম আনন্দে কহে মধুর বচন। সবে দেহ পুষ্পমালা প্রসাদি চন্দন শুনি খ্ৰীনিবাস হর্ষে ঈশ্বরী সাক্ষাতে । খ্রীমাল চন্দন নিল অনেক পাত্ৰেতে ॥ পৃথক পৃথক্ পাত্রে শ্রীমালা চন্দন। প্রভুপরিকর আগে করিলা অপৰ্ণ ॥ দেখি সে অপূর্ব সবে হৈয়া উল্লসিত । হইলেন শ্ৰীলাল চন্দনে বিভূষিত ॥ কিবা মালা চন্দনের { لامرا ]