পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর। [ शश्iभ उनश्नतः । - من 8ين ধরণী কম্পয়ে অনিবার। অদ্বৈত আচাৰ্য্য নাচে উল্লাস হিয়ায়। করয়ে গর্জন মহামত্ত সিংহ প্রায় ॥ নাচয়ে পণ্ডিতগদাধর”ধৈৰ্য্য নাশে । গৌরচন্দ্র সমীপে লইয়া শ্ৰীনিবাসে ॥ ঐবাগপণ্ডিত নাচে হইয়া বিহবল ৷ মুরারিগুপ্তের নৃত্যে নাশে অমঙ্গল । নাচে বক্রেশ্বর সে উপমা নাই দিতে হৈল অভিলাষপূর্ণ এ গীত বাদ্যেতে ॥ হরিদাসঠাকুরের মৃত্য কি মধুর। স্বরূপ গোসাঞির নৃত্যেতাপ যায় দূর ॥ দাস গদাধরের নৰ্ত্তনমনেহর । নাচে রায় রামানন্দ রসের সাগর ॥ বাসুদেব সার্বভৌম বিদ্যাবাচস্পতি। দেখি এ দোহার মৃত্য কেবা ধরে ধৃতি। নাচয়ে অচ্যুতানন্দ অদ্বৈততনয়। নিরস্তর নয়নে আনন্দধারা বয় ॥ মুকুন্দ শ্ৰীনরহরি ত্রীরঘুনন্দন। নাচে যে ভঙ্গিতে তাহ না হয় বর্ণন । গৌরীদাস পণ্ডিতের কিবা নৃত্যাবেশ। স্ক্রপতি ঐনিধি নাচে আনন্দ অশেষ ॥ গোবিন্দ মাধব বাসুঘোষুের নর্তনে। কে আছে এমন ধৈর্য্য ধরিবেক মনে ॥ নাচয়ে মুকুন্দ ঐআচাৰ্য্য পুরন্দর। বাস্থদেব দত্ত বৃহ্মচারী শুক্লাম্বর ৷ শ্ৰীমান পণ্ডিত যদু আচাৰ্য্য নন্দন। শ্ৰীমুকুন্দদত্ত নাচে ঐ মধুসূদন ॥ শ্ৰীনাথ মহেশ নাচে ঐধর শঙ্কর । জগদীশ শ্ৰীযদুনন্দন কাশীশ্বর ॥ রঘুনাথভট নাচে রূপ সনাতন । যে নৃত্য দর্শনমাত্রে জুড়ায় নয়ন ॥ নাচে শ্ৰীনকুল ব্রহ্মচারী ধনঞ্জয়। বিপ্র বাণীনাথ শিখী কানাই বিজয় ॥ নাচে সূৰ্য্যদাস স্ত্র নৃসিংহ নান ছাদে। হৃদয়চৈতন্য নাচে লৈয়া শ্যামানন্দে ৷ শ্ৰীনিবাস জী