পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম তরঙ্গ ৷ ] ভক্তি রত্নাকর । ૭8"> মেদ ব্যাপিল হৃদয়ে। হৈল পূর্বপ্রায় চেষ্টা প্রভুর ইচ্ছায়ে॥ দেখি সে সবার রীত জাহ্নবী ঈশ্বরী। খ্ৰীনিবাসাচার্য প্রতি কহে ধরি ধীfর ॥ ফাগু-খেলারম্ভের করহ আয়োজন । শুনি ফন্তু আদি অনাইলা সেই ক্ষণ ॥ পৃথকৃ পৃথক্ বহুপাত্রে সুশোভয় । দেখি শ্ৰীঈশ্বরী অতিপ্রসন্ন; হৃদয় ॥ খ্ৰীনিবাস নরোত্তম ঈশ্বরীঅাদেশে। প্রণমি মহান্তগণে কহে মৃদুভাষে ॥ ফাগুখেলাইতে ইচ্ছা করুন এখন । শুনি হর্ষে অনুমতি দিলা সৰ্ব্বজন ॥ শ্ৰীনিবাস পৃথক পৃথক পত্ৰ লৈয়া । সব আগে ফন্তু-আদি দিল। হর্ষ হৈয়া ॥ পুষ্পের পরাগ ফাগু আদি যত্নমতে । দিলেন পৃথক পাত্রে ঈশ্বরী অগ্ৰেতে ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী মন্দিরে প্রবেশিয়া । প্রেমানন্দে মগ্ন প্রভু অঙ্গে ফাগু দিয়া। মন্দির হইতে আসি বসিনিজসনে । দেখে যৈছে ফাগুক্রীড়া করে প্রভুগণে ॥ শ্ৰীঅচ্যুতানন্দ শ্ৰীগোপাল প্রেমময় । শ্ৰীপতি শ্ৰীনিধি যদু গুণের আলয় ॥ স্ত্রীরঘুনন্দন আদি প্ৰভু প্রিয়গণ । ফাগুখেলারম্ভে প্রেমাবিষ্ট সৰ্ব্বজন ॥ কেহ মহারঙ্গে গোরা-অঙ্গে ফাগু দিয়া । ফিরাইতে নারে অাখি মুখ নিরখিয় ॥ কেহ চারুচরিত্র বর্ণিয়া পদ্যছন্দে। শ্ৰীবল্লবীকান্তে ফাগু দেন মহনন্দে ॥ কেহ কেহ শ্ৰীব্রজমোহনে ফাগুfদতে । উখলে আনন্দসিন্ধু নারে স্থির হৈতে ॥ কেহ স্ত্রীরাধিকাসহ ইয়ে ফাগু দিয়া । দেখয়ে সে শোভা নানা ভঙ্গি প্রকাশিয়ু ॥ কেহ কেহ প্রকাশি কৌতুক অতিশয় । শ্রীরাধাকান্তের অঙ্গে [ ઇન્સ ]