পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હ૯૨ ভক্তিরত্নাকর । [ দশম তরঙ্গ । সমাধান। ক্রমে গান বাড়ে নহে গানের বিরাম । গানানন্দে নিমগ্ন হইলা অতিশয়। পোহাইল নিশী কৈছে কিছুনা জানয়। প্রভুর ইচ্ছায় স্থির হৈয়া সৰ্ব্বজন। শ্রীমঙ্গল আরাত্রিক করিল। দর্শন ॥ প্রভুগণে প্ৰণমিয়া মহানন্দ মনে । প্রাতঃক্রিয়া কৈল গিয়া নিজ নিজ স্থানে ॥ শ্রীজাহ্নবী ঈশ্বরী পরম হর্ষ হৈয়া । প্রাতঃকালে করিলেন স্নাননিক ক্রিয় ॥ পরম উৎসাহে কৈলা অপূর্ব রন্ধন। অন্ন ব্যঞ্জনাদি যত না হয় বর্ণন ॥ গৌরাঙ্গ বল্লীকান্ত আদি প্রভুগণে । ভোগ সমর্পণ কৈলা অপূৰ্ব্ব বিধানে ॥ সময় জানিয়া যত্নে ভোগ সরাইলা । দেখি প্রভুগণের কৌতুক হর্ষ হৈলা ৷ শ্ৰীনিবাগাচাৰ্য্য সৰ্ব্ব মহান্তগণেরে। নিবেদিলা আরতি দর্শন করিবারে । সকল মহান্ত মহা-উরষিত মনে। আইসেন একযোগে প্রভুর প্রঙ্গেণে ॥ কি অপূর্ব ভঙ্গী ভালে তিলক সুন্দর । শ্ৰীনাম-অঙ্কিত বাহু বক্ষ মনোহর। পরিধেয় নবীন বসন শোভ করে। দেখিতে মহান্তগণে কেব ধৈর্য্য ধরে ॥ প্রভুর প্রাঙ্গণে সবে করিয়া গমন । প্রভু আরাত্রিক দেখি জুড়ায় নয়ন ॥ আরাত্রিক সমাধিয়া পূজারী যতনে। প্রসাদি তুলসীমালা দিলা সৰ্ব্বজনে ॥ শ্ৰীমন্দিরে প্রভুপারচর্য্যা সমাধিল । প্রভুগণে অপূৰ্ব্ব শয্যায় শোয়াইল ॥ চামর ব্যজন আদি করি হর্ষ হুৈলা । মন্দির-বাহিরে অসি দ্বার বদ্ধ কৈলা ॥ ভূমে পড়ি প্রভুপরিকরে প্রণময়ে। সকল মহান্ত অনুগ্রহে প্রশংসয়ে ৷ শ্ৰীনিবাস নরোক্রমে কহে বার বার !