দশম তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। ○○○ প্রভূপরিচর্য্যা পরিপাট চমৎকার। এত কহিতেই কক্ত উপঞ্জয়ে চিতে । কেবা না আনন্দে ভাসে সে চেষ্ট} দেখিতে ॥ এথা শ্ৰীঈশ্বরী শ্ৰীমাধবে নিদেশিল । তেঁহ সৰে প্রসাদ ভুঞ্জিতে নিবেদিল ॥ মাধবাচার্য্যের শুনি মধুর বচন । ঐশচু্যত শ্ৰীপতি আদির হৃষ্ট মন ॥ অপূৰ্ব্ব বন্ধানে স্বচ্ছস্থলে সবে বৈসে। শ্রীজাহ্নবী ঈশ্বরী আনন্দে পরিবেশে ॥ জন্ন ব্যঞ্জনাদি স্বtছু অমৃত জিনিয়া । ভুঞ্জয়ে প্রশংসি প্রেমানন্দাবিষ্ট হৈয় ৷ স্বাদে স্বাদে সবে ভুঞ্জিলেন অতিশয় । ভক্ষণসময় শোভা কহিল না হয় ৷ পরমকৌতুকে সবে করি আচমন । করিলেন নিজ নিজ বাসায় গমন ॥ শ্ৰীনিবাস আদি অtঞ্জী লঙ্ঘিতে নারিল । ভুঞ্জিলেন শ্ৰীঈশ্বরী যত্নে ভুঞ্জাইল ॥ মনের উল্লাসে শেষে জাহ্নবী ঈশ্বরী । ভুঞ্জিলেন শ্ৰীমহাপ্রসাদ যত্ন করি ॥ হইল সভার মহা আনন্দহদয়। স্থানে স্থানে ভোজন কৌতুক অতিশয় ॥ ভূঞ্জয়ে যতেক লোক সংখ্যা নাই তার । ঐখেতরিগ্রামে ভোজন আনন্দ পাথার ॥ প্রভুপরিকরগণ দেখি এ কৌতুক। তিলে তিলে সবার বাঢ়য়ে মহাসুখ ॥ প্রতি পদ দিবা নিশি ঐছে গোড়াইল । দ্বিতীয়ায় যাত্রা করিবেন স্থির কৈল ॥ দ্বিতীয়া দিবস শ্ৰীনিবাস হৃষ্টমনে । নিবেদয়ে প্রভুপ্রিয় পরিকরগণে ॥ অদ্য নিজ নিজ বাসা ঘরে শীঘ্ৰকরি। ইবে পাকক্রিয়াদি দেখিব নেত্র ভরি ॥ সন্তোষদত্তের মনে অভিলাষ যাহা । অনুগ্রহ করি পূর্ণ করিবেন তাহা ॥ শ্ৰীনিবাস
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।