পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$68 उक्लिन्नङ्गकङ्ग । [ দশম তরঙ্গ । চেষ্টা দেখি সবে হৃষ্ট হৈয়া । বিবিধ প্রকারে করাইল পাকক্রিয় ॥ কৃষ্ণে ভোগ দিয়া সবে প্রসাদ ভুঞ্জিল। শ্ৰীনিবাসদিক সে কৌতুক নিরথিল। সন্তোষদত্তের ভাগ্য না হয় বর্ণন। যে যে দ্রব্য দিলা সবে করিলা গ্রহণ ॥ নানাদেশী সহস্ৰ সহস্র বিপ্ৰগণে । করিলা সম্মান নানা দ্রব্য বাক্য দীনে ॥ গায়ক বাদক নর্তকাদি লোকগণে । সন্তোষিলা সন্তোষ বিবিধ দ্রব্য দানে ॥ সকল মহান্ত দেখি সন্তোষের রীত। স্নেহাবেশে অনুগ্রহ কৈলা যথোচিত ॥ কহিলু এ প্রসঙ্গতিশয় সঙেক্ষপেতে । বিস্তারিব নরোত্তমবিলাসেতে ॥ মহামহোৎসব অন্তে প্রভুপ্রিয়গণ নিজ নিজ দেশে করিবেন আগমন ॥ শ্রীজাহ্নবী ঈশ্বরী যাবেন বৃন্দাবনে । বিদায় হইতে তেঞি গেলা তার স্থানে ॥ বিদায়সময়ে যে কহয়ে পরস্পরে। সে সব শুনিতে দারুণ পাষাণ বিদরে ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী অধৈর্য্য অতিশয় । নিবরিতে নারে দুই নেত্রে ধারা বয় ॥ প্রভু প্রিয়গণ মহাব্যাকুল হিয়ায়। নেত্রজলে সিক্ত হৈয়া হইল বিদায় ॥ গৌরাঙ্গ বল্লবীকান্ত আদি প্রভুগণে । নেত্রভরি নিরখিয়া প্রণমে প্রাঙ্গণে ॥ বিদায় হইয়া চলে খেতরি হইতে । খেতরি গ্রামের লোক ধtয় চারিভিতে ॥ পরস্পর কহে কত করিয়া ক্ৰন্দন। দেখি সে সবারে স্থির নহে কুন জন ॥ শ্ৰীনিবাসী চার্ষ্য ধৈর্য্য ধরিতে না পারে। নরোত্তম রামচন্দ্র স্থির হৈতে নারে ॥ শ্যামানন্দাদির চিত্তে খেদ অতিশয় । গণসহ সন্তে