পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鳥のや ज्रक्लिङ्गङ्गकङ्ग । [ দশম তরঙ্গ । নদাদি সঙ্গে চলে আচাৰ্য্য আজ্ঞায়ে ॥ খেতরি হইতে চলিলেন ধৈর্য্য ধরি। শীঘ্ৰ আসিবেন জানাইলেন ঈশ্বরী। খ্ৰীনিবাস আচাৰ্য্যাদিপ্রভুর ইচ্ছায় । ধৈর্য্যাবলম্বন করি আইলা বাসায়। খেতরিগ্রামের লোক চাহে পথ পানে । না ধরে ধৈর্য অশ্রু ঝরয়ে নয়নে ॥ শ্ৰীঈশ্বরীচরণ চিন্তিয়া সৰ্ব্বজন । পরস্পর কহে কত প্রবোধ বচন ॥ এসব প্রসঙ্গ নরোত্তমবিলাসেতে। বিস্তারিব প্রেমভক্তি পাবে অস্বদিতে ॥ শ্ৰীনিবাসাচার্য্য নরোত্তমাদি-সহিত ৷ হইলেন প্রভুর প্রাঙ্গণে উপনীত ॥ অকস্মাৎ হইল চিত্তে আনন্দ উদয় । অঙ্গণপ্রভাব যৈছে কহিল না হয় । যে অঙ্গণে গোঁর নিত্যানন্দাদ্বৈত তিনে । মৃত্য কৈলা প্রকট। প্রকট গণ সনে ॥ যে অঙ্গণ ধ্যানে সৰ্ব্ব বিঘ্ন বিনাশয়ে । দর্শনে পরম প্রেমানন্দ প্রাপ্ত হয়ে ॥ জয় শ্রীঅঙ্গণ সর্বচিত্ত আকৰ্ষয় । জয় জয় শ্ৰীখেতরিগ্রাম ভক্তিময় ॥ আচাৰ্য্যঠাকুর নরোত্তমগণ সনে । প্রতি দিন কীর্তনে বিহবল শ্রীপ্রাঙ্গণে ॥ এক দিন ঐনিবাসাচার্য মৃদুভাষে। ঐনরোত্তমের প্রতিকহে স্নেহাবেশে ॥ শ্যামানন্দ সহ কালি প্রাতে শীঘ্ৰ করি । পদ্মাবতীপার হৈয়া যাইব বুধরি । যাজিগ্রামে শ্যামানন্দে বিদায় করিব। বিষ্ণুপুর গিয়া যাজিগ্রামেতে আসিব ॥ পাঠাব সংবাদপত্রী, তুমিল্লাহ ত্বরীয় । ঈশ্বরীগমন পত্রী পাঠাবে আমায় ॥ ঈশ্বরী যাইবেন যেই পথ দিয়া । তোমরা যাইবা সঙ্গে সে পথে লইয়া ॥ ঐছে কত কহি প্রাতে অধৈর্য্য হিয়ায় । মঙ্গল আরাত্রিক দেখি