পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७क्रशश्व क्लङ्गन्न । ] उक्लिङ्गङ्गारुद्र ! **> রণ। অদ্য তো সবার মুণ্ড করিব ছেদন ॥ অহঙ্কারে মত্ত হৈয় আপন খাইলি । সৰ্ব্বারাধ্য ভাগবতগণে নিন্দ কৈলি ॥ বিপ্ৰপত্নী কহি যtরে কৈলি হেয় জ্ঞান ওরে দুষ্ট পাষগু না জান তত্ত্ব তান ॥ মোর শিরোধাৰ্য্য। এই সবার পৃঞ্জিত । নিত্যানন্দ-বলরামচন্দ্রের বনিত ॥ জাহ্নবী ঈশ্বরী নাম আতিসুমধুর। এ নাম গ্রহণে ভবভয় হয় দূর । প্রভূনিত্যানন্দপ্রিয়া করুণার মূৰ্ত্তি । নিজগুণে জীবে বিতরয়ে প্রেমভক্তি ॥ কেব। না বন্দয়ে সদা পাদপদ্মদ্বয । গবেগায় স্বযশ নিবারে তাপত্রয়। তথাহি ॥ - নিত্যানন্দপ্রিয়াং প্রেমভক্তিরত্নপ্রদায়িনীং । (শ্ৰীজাহ্নবীশ্বরং বন্দে তাপত্ৰয়নিবারিণীং ) যদি অনুগ্রহ করে তো সবার প্রতি। তবে গে কল্যাণ, নহে হইব দুৰ্গতি ॥ তা সবার শরণ লইলে রক্ষা পা’বে । নহিলে আমার হাতে কেহ না এড়াবে। এত কহি অদর্শন হৈতে সেসবর। হৈল নিদ্রাভঙ্গভয়ে কঁপে অনিবার ॥ আপন৷ ধিকারে প্রাতে কাতর হইয়া। মহাস্তগণের পায় পড়ে লোটইয়া ॥ নেত্রজলে সিক্ত হৈয়া কহে বারে বারে । কৈলু অপরাধ রক্ষা কর মো সবারে ৷ পাষণ্ড উদ্ধারহেতু এ পথে গমন। যুচাহ দুৰ্দৈব মোর লইলু শরণ। ঈশ্বরী প্রসন্ন তোমাদের প্রগমেতে । তোমরা সে পদে ভক্তি পার দিতে নীতে। উরি তত্ত্ব জানিতে কি শক্তি মোসবার। এত যে কহিয়ে সে কেবল