পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ তরঙ্গ ৷ ] उक्लिल्लङ्गकङ्ग । *○○ যাত্র কৈল ॥ হৈল দৃষ্টি যেন গৌড়িয়ার পাশে গেলু। সে কেবল ভ্রম রাত্রি হাটিয়া মরিলু ॥ তিলে তিলে মোর চিন্তে বাঢ়ে এইত্ৰাস । গৌড়িয়া গোসাঞির কোপে হবে সৰ্ব্বনাশ ॥ তাহাতে মানহ সবে আমার বচন । আজি হৈতে দস্যবৃত্তি ছাড় সৰ্ব্বজন ॥ কৈলু পাপ অনেক নাহিক অন্ত তার। যমের যাতন হৈতে নাহিক নিস্তার ॥ চল চল গৌড়িয়া গোসাঞির বরাবরে । করিব অবশ্য অনুগ্রহ মো সবারে ॥ (७ऊ কছি দস্যবেশ পরিত্যাগ করি । চলিলা কাতরে যথা আছেন ঈশ্বরী ॥ মহাপ্তগণের করিতেই সম্প্রদর্শন। হৈল দন্ত্র্যগণের পরম শুদ্ধ মন ॥ ভূমিতে পড়িয়া সবে করিয়া ক্রঙ্গন। অত্যন্ত কাতরে করে আত্মনিবেদন ॥ এ দেশে প্রসিদ্ধ মোয়া দস্থ্য ভূরাচীর । অনুগ্রহ কর যশ ঘুৰুক সংসার ॥ এত কহি জার কিছু কহিতে না পারে। নেত্রে বারিধারা বহে ব্যাকুল অন্তরে ॥ শ্ৰীঈশ্বরী দেখি দয়া উপজিল মনে । গণসহ অনুগ্রহ কৈল দস্থ্যগণে ॥ সৰ্ব্বত্র ব্যাপিল দস্থ্যগণের উদ্ধার । তথা হৈতে চলে যৈছে নারি বর্ণিবীর )কথো দিনে মথুরায় করিল। প্রবেশ। দেখিয়া মধুর। পুরী উল্লাষ অশেষ ॥ মাধুর ব্রাহ্মণগণে করিয়া সম্মান । করিলা বিশ্রামঘটে যমুনা গিনান, l, অকস্মাৎ শুনি ঈশ্বরীর আগমন । আইলা শীঘ্র মথুরার জুগুd বতগণ ॥ ঈশ্বরদর্শনে সিক্ত নেত্রের ধারায়। মহাস্তগঞ্জেরে দেখি বিহ্বল হিয়ায় ॥ পরস্পর হৈল যৈছে প্রেম অা