পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५कांनभ उैत्र । ] उङितङ्गाकञ्च । ৬৬৫ দাস আদি মহা-আর্য্য। এ সকল সহ যৈছে গোস্বামি সবার । হইল মিলন কি বর্ণিব মুঞি ছার। প্রেমাবিষ্ট হৈয়া যে কহিল পরস্পরে। সে সকল শুনিতে কেব। বা ধৈর্য্য ধরে ॥ শ্ৰীপরমেশ্বরী আচার্য্যের শিষ্যগণে । গোস্বামিসকলে মিলায়েন হর্ষ মনে ॥ অতিস্নেহে কহে নাম গোবিন্দ ইহান । ভক্তিরস পাত্ৰ সৰ্ব্ব-বৈষ্ণবের প্রাণ ॥ খণ্ডবাসী চিরঞ্জীব সেনের নন্দন । প্রিয় রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা হন ৷ শুনি শ্ৰীগোপাল ভট্ট আদি হর্ষ হৈয়া । কৈল আলিঙ্গন অতি স্নেহ প্রকাশিয়া ॥ ভগবান কবিরাজাদির পরিচয়ে । কৈল যে স্নেহানুগ্রহ কহিল না হয়ে । সমলে অত্রর স্থানে করিয়া গমন । ঐবিগ্রহ গোপীনাথে করিলা দর্শন ॥ শ্ৰীঈশ্বরী অগ্রেতে শ্ৰীজীব নিবেদয়। অক্রুরের স্থান এ নির্জন অতিশয় । লোক ভিড়ে প্ৰভু না রহিয়া বৃন্দালনে । করিতেন ভিক্ষা এথা আসি এই খানে ॥ শুনি শ্ৰীঈশ্বরী সিক্ত হৈয়া নেত্রজলে । তেজি দীর্ঘশ্বাস প্রণময়ে সেই স্থলে ॥ প্রণমে অধৈর্য্য হৈয়া ভাগবতগণ । প্রভুঅলৌকিক লীলা কয়িয়া স্মরণ ॥ চলয়ে সকলে শ্ৰীঈশ্বরী জগ্রে লৈয়া হৈল মহানন্দ বৃন্দাবনে প্রবেশিয়া ॥ বৃন্দাবনশোভা দেখি জাহ্নবী ঈশ্বরী ৷ হইলেন যৈছে তাহা বণিতে না পারি ॥ পূর্বেই শ্রীজীব বাস স্থির কৈল যথা । সৰ-সহ জাহ্নবী ঈশ্বরী গেলা তথা ॥ বাসায় সবার স্থিতি হৈল যেন মতে । যে মুখ ব্যাপিল তাহা নারি বিস্তারিতে ॥ শ্ৰীগোবিন্দ গোপীনখ | ઝ8 ]