পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&ᏔᎭ ; ভক্তিরত্নীকর । [ একাদশ তরঙ্গ । রঘুনাথদাস গোস্বামির স্থিতি যথা । মনে এই তীরে গিয়া দেখিবেন তথা ৷ শ্ৰীদাসগোস্বামি সে নির্জন কুণ্ডতীরে । করেন শ্ৰীনাম গ্ৰহণাদি ধীরে ধীরে ৷ কৃষ্ণদাস কবিরাজ ভাগ্রেতে আসিয়া দাসগোস্বামির অাগে ছিল দাড়াইয়া ॥ অবসর পাইয়া করয়ে নিবেদন শ্ৰীজাহ্নবী ঈশ্বরীর হৈল আগমন ॥ শুনি কি অদ্ভুত প্রেম ব্যপিল হৃদয়ে । আগুসরি চলে অশ্রুযুক্ত নেত্রদ্বয়ে ॥ ঐঈশ্বরী দেখে দাসগোস্বামি-গমন । অতিশয় ক্ষীণ তনু তেজ সূৰ্য্যসম ॥ শ্ৰীঈশ্বরী অন্তর বুঝিতে কেবা পারে। ঝরে দুই নেত্রে বারি নিবারিতে নারে ॥ স্ত্রীদাসগোস্বনি প্ৰণমিতে ধৈৰ্য্য ধরি ৷ কৈল যে উচিত প্রেমময়ী ঐঈশ্বরী ॥ শ্ৰীঈশ্বরী আগে দাস গোসাঞি যে কয় । তাই শুনি কার বা ন বিদরে হৃদয় ॥ মধল-আচার্য্য ভ্যাদি সবার সহিতে। মিলনে অন্তু ত প্রেম উথলয়ে চিতে ॥ কি অস্তুত অশ্রুধারা সবtর নয়নে । সকলেই স্থির হইলেন কতক্ষণে ॥ আরিটগ্রামের ব্ৰজবাসী লোকগণ সবে হর্ষ ঈশ্বরীর করিয়া দর্শন। দিন তিন চারি রহি ত্ৰাধাকুণ্ডেতে (করিলেন পাকক্রিয়া পরম-যত্নেতে ॥ কৃষ্ণে ভোগ সমপিয়া উল্লাষ অন্তরে । ভুঞ্জাইলা ব্রজবলি বৈষ্ণব সবারে ॥ প্রদাদসেবনে যে আনন্দ প্রেমোদয় । কেব। না দেখিতে সাধ করে সে সময় ॥ ঐজহবী ঈশ্বরীর অলৌকিক রীতি । কি বুঝিব মো ছরের নাই বুদ্ধিগতি 1) এক দিন মধ্যাহ্ন সময়ে কুণ্ড ষ্টীরে । শুনি গে বংশীর ধ্বনি স্থির হৈতে নারে ॥ ।