পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর। \, ყ$ა· কৌতুক দেখিল সে অন্য অগোচর। বিজ্ঞে নিস্তারিব এ প্রসঙ্গ মনোহর ॥ তথাপি কহিয়ে কিছু त्रेश्वब्रो-उल्लाहरु । বংশীধ্বনি শুনিয়৷ চাহয়ে চারি পাশে ॥ কদম্বের তলে দেখে । শ।াম চিকনিয়া । ত্রিভঙ্গ ভঙ্গিম কোটিকন্দপ জিনিয়া । মন্দমন্দ হাসি সে মধুর বংশী বায় । কে ধরে ধৈর্য যাতে জগৎ মাতায় ॥ শ্রীরাধিক ললিতাদি সখীগণ সঙ্গে । বেঢ়িয়াছে শ্যামলম্বন্দরে মহারঙ্গে ॥ সে অদ্ভুত শোভ দেখি জাহী ঈশ্বরী। হুইলা মূচ্ছিত যৈছে কহিতে ন পারি। কতক্ষণে চেতন পাইয়া স্থির হৈলা । নির্জনে এ রঙ্গ তন্যে প্রকাশ না কৈলা ॥ যাইবেন স্ত্রীগোবৰ্দ্ধনাদি দর্শনেতে । তাহ জানাইল দাসগোস্বামি জগ্রেতে ॥ শ্ৰীদাসগোস্বামি ভূমে পড়ি প্রণমিয়া। দিল। অনুমতি দৈন্যে নিমগ্ন হইয়। ॥ শুনিতে সে দৈন্য করে হিয়া না বিদরে । কি কহিব ঈশ্বরীর যে হৈল অন্তরে ॥ পরিচারিকাদি মধ্যে জাহ্নবী ঈশ্বরী । কুণ্ডে হৈতে গোবৰ্দ্ধনে গেলা ধীরি ধীরি ॥ গোবৰ্দ্ধন মানস গঙ্গাদি দর্শনেতে । যে প্রেমআবেশ তার উপম কি দিতে ॥ মাধব আচাৰ্য্য আদি অধৈর্য্য হইলা । শ্ৰী জীবগোস্বামি আদি সবে স্থির কৈলা ॥ ঐছে নন্দগ্রামাদি দেখি যে প্রেমাবেশ । এক মুখে বর্ণিতে না পারি । তার লেশ ॥ শ্ৰীঈশ্বরী বেষ্টিত শ্ৰীভাগবতগণে । অতি অল্প দিনে আইলেন বৃন্দাবনে ॥ শ্ৰীগোবিন্দ গোপীনাথ মদনমোহন। মহানন্দে এ তিনের করিল দর্শন। স্ত্রীরাধাবিনোদ