পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢कांगभं उब्रज्ञ । ] छङिद्रङ्गांकब्र । wöፃ » রোহিণীনন্দন নিজ প্রিয়াগণসঙ্গে। ফাগুখেলাদিক ক্রীড়া করে নানা রঙ্গে যশোদানন্দন কৃষ্ণরসের আলয় । নিজ প্রিয়াগণসঙ্গে রঙ্গে বিলসয় ॥ ফাগুখেলাদিক যৈছে কে পারে কছিতে। সে অদ্ভুত শোভার উপমা নাই দিতে ॥ ভুবন মোহয়ে ঐছে লীলা নিরখিয়া . পড়য়ে ধরণীতলে মূচ্ছিত হইয়া। কতক্ষণে স্থির হৈলা কাহু না কহিল। মনের আনন্দে তথা হইতে চলিল ॥ রামঘাটে যে আনন্দ কহিতে না পারি। নিজপ্রাণনাথে ঐছে দেখিলা ঈশ্বরী ॥ প্রেমাবেশে আত্ব বিস্মরিত সে নির্জনে ॥ শ্রীরামের রাসক্রীড়া চিস্তে মনে মনে ॥ হইল অবশ অঙ্গ ছাড়ে দীর্ঘশ্বাস। অকস্মাৎ হৈল দৃষ্টি ঐরাসবিলাপ। পরম প্রবীণ নিজ প্রিয়াগণ সঙ্গে। বিলসে বলাই নৃত্য গীতাদিক রঙ্গে ॥ শোভা দেখি হইলেন আনন্দে মূচ্ছিত । কতক্ষণে স্থির হৈয়া চাহে চারি ভীত ॥ যে ভাব অন্তরে তাং অন্যে না জানিল । সব সহ রামঘট হইতে চলিল ॥ যমুনার তীরে এক গ্রামেতে প্রবেশে । জীবে দুঃখি দেখি তধা করুণ প্রকাশে ॥ংসেই গ্রামে বৈসে এক নিরীহ ব্রাহ্মণ। বৃদ্ধকালে হৈল তার অপূর্ব নন্দন ॥ পেীগণ্ড বয়সে সে পুত্রের মৃত্যু tश्न । ভূমে লোটাইয়া বিপ্র কান্দিতে লাগিল ॥ মৃতপুত্র কোলে করি কন্দে তার মায়ু । দোহার কান্দনে দারু পাষাণ মিলায় ॥ শ্ৰীজাহ্নবী ঈশ্বরী দোহার কান্দনেতে করুণায় শর্জিচিন্ত নারে স্থির হুৈতে ॥ ব্রাহ্মণের মৃতপুত্রে পরশিতে