পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も" 。 ভক্তিরত্নীকর । [ একাদশ তরঙ্গ । না পারি বণিতে ॥ বিদায় সময়ে যত ব্ৰজবাসিগণ। স্ত্রীজাহ্নবী গুণ কহি করয়ে ক্ৰন্দন \ত্রঈশ্বরী-সঙ্গে যে সকল মহাশয়। পরস্পর বিদায়ে ব্যাকুল অতিশয় ॥ শ্ৰীজীবগোস্বামি-আদি অধৈৰ্য্য হিয়ায়। শ্ৰীঈশ্বরী-সঙ্গেই তাইলাম মথুরায় । সে দিবস মথুরায় করিয়া বিশ্রাম । মাথুর বিপ্রের কৈলা পরমসম্মান ॥ শ্ৰী জীবাদি সবে যত্নে বিদায় করিয়া । তথা হৈতে চলিতে বিদীর্ণ হৈল হিয়া ॥ শ্ৰীগৌড়মণ্ডলে প্রবেশিয়া কথোদিনে। আইলা শ্ৰীখেতরি গ্রামের সন্নিধানে ॥ ঈশ্বরীগমন ধ্বনি সৰ্ব্বত্র ব্যাপিল । চতুর্দিকে লোক সব দেখিতে ধাইল ॥ রামচন্দ্র নরোত্তম গণের সহিতে। আইল উল্লামে সবে অtগুসরি নীতে ॥ শ্রীজাহ্নবী ঈশ্বরীর দর্শন করিয়া । প্রণময়ে বার বার ভূমে লোটাইয়া ॥ নরোত্তম রামচন্দ্রে দেখি গণসহ ॥ শ্ৰীঈশ্বরী কৈলা অতিশয় অনুগ্রহ ॥ নরোত্তম রামচন্দ্র ভক্তিরসময় । সৰ্ব্ব-মহান্তেরে মহানন্দে প্রণময় ৷ সবে রামচন্দ্রে নরোত্তমে নিরখিয়া। কৈল যে উচিত প্রেমেবিহ্বল হইয়া ॥ শ্ৰীসন্তোষদত্ত-অাদি ভাসি প্ৰেমজলে । করিল প্রণাম লোটাইয়া ভূমিতলে ৷ শ্ৰীগোবিন্দকবিরাজআদি সৰ্ব্বজন । বন্দে রামচন্দ্র-নরোত্তমের চরণ ॥ পরস্পর যে আনন্দ হৈল সে সময়। তাহা এক মুখে কি কহিতে সাধ্য হয় ॥\বৈষ্ণবে বেষ্টিত হৈয়া জাহ্নবী ঈশ্বনী। শ্ৰীখে তরিগ্রামে প্রবেশিলা শীঘ্ৰ করি ॥) অতিলঘু প্রায় গিয়া