পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ তরঙ্গ ] ] उछिल्लङ्गकङ्ग | ७११ প্রভুর প্রাঙ্গণে। প্রণমি জুড়ায় হিয়া প্রভুর দর্শনে ॥ সবাসহ কতক্ষণ প্রাঙ্গণে রহিয়া। করিল বিশ্রাম পূর্ব বাসায় যাইয়া। পৃথক পৃথক বাসা মহান্ত-সবার। সকল প্রস্তুত তথা যে প্রয়াস যার ॥ পূর্বেই পরমানন্দে শ্ৰীসন্তোমরায়। রাখিয়াছিলেন নানা সামগ্ৰী বাসায় ॥ পূন আর নানা দ্রব্য যত্নেতে আনিল । পরিচর্য্যা হেতু বহু লোক নিযোজিল ॥ ব্যাপিল পরমানন্দ খেতরিগ্রামেতে ৷ হইল বিপথ পথ লোক গতায়াতে ॥ ঈশ্বরীদর্শণ মহান্তের সন্দর্শনে। কেবা কি করয়ে কারু স্মৃতি নাই মনে ॥ রামচন্দ্র সহ শ্ৰীঠাকুর মহাশয় । মহান্তগণের আগে যত্বে নিবেদয় ॥ সন্তোষের মনে অভিলাষ হৈল যাহ। শীঘ্রস্নান করি পূর্ণ করিবেন তাহ৷ শীঘ্ৰ শ্ৰীঈশ্বরী আগে গিয়া নিবেদিলা । সকলেই শীঘ্ৰ স্নান করি স্নিগ্ধ হৈলা ৷ অতিশুষ্ক শুষ্ক ধোঁত নবীনবসন । সন্তোষ সন্তোষে কৈল সৰ্ব্বত্র অপর্ণ। সন্তোষেরে অনুগ্রহ করি সর্বজনে । পরিলেন বসন পরমানন্দ মনে ॥ তিলকাদি ক্রিয়া যৈছে হইল সবার। সে সব দেখিতে প্রাণ ন জুড়ায় কার ॥ (শ্ৰীজাহ্নবী ঈশ্বরী পরমহর্ষ মনে। স্নানাদিক ক্রিয়া সমাধিলা সঙ্গোপনে ॥ ঈশ্বরীর পরিচারিকাদি যে ব্রাহ্মণী । সবারে দিলেন বস্ত্র পরিতে আপনি ॥ শ্ৰীসন্তোষদত্তের ভাগ্য কহিতে কি আর । সবাসহ ঈশ্বরী পরিলা বস্ত্র যার ॥ ঈশ্বরী যাবেন শ্যামরায়ের দর্শনে। নরোউম রামচন্দ্র আইলা সেইক্ষণে ॥ আনিল যে ঐবিগ্রহ বৃন্দা