পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৭৮ ভক্তিরত্নাকর । [ ७ुtभ° ठज्ञत्र । चन श्रङ । नाम भीॉमब्राज़ cभाउ खे”मा कि क्रिड ॥ १फू গঙ্গাদাস র্তার সেবা সমাধিয়। নিবেদিল জাহ্নবী ঈশ্বরী জাগে গিয়া ॥ রামচন্দ্র নরোত্তমে লইয়া ঈশ্বরী। প্ৰণমিয়া সে শোভ দেখিল নেত্রভরি ॥ নরোত্তম রামচন্দ্ৰ বারেক চাহিতে। হইল। বিহাল প্রেমে নরে স্থির হৈতে ॥ কতক্ষণ শ্যামরায়ে নিরীক্ষণ করি। দোহে লৈয়া নিজস্থানে আইলা ঈশ্বরী ॥ পুন সবাসহ গিয়া গৌরাঙ্গ-প্রাঙ্গণে । আইলা বাসায় প্রণমিয়া প্রভুগণে ॥ প্রভুর পূজকগণ উল্লাষ হিয়ায়। প্রসাদ সামগ্রী বহু অনিল ত্বরায় । ফল মূল মিষ্টান্নাদি প্রসাদ যতনে। ভুঞ্জাইল৷ ঐঈশ্বরী ভাগবতগণে ॥ সবে ভুঞ্জাইয়া কিছু ভুঞ্জিলা ঈশ্বরী। ঐছে অন্নাদিক ভুঞ্জাইলা যত্ন করি ॥ কতক্ষণ বিশ্রাম করিয়া সবা-সনে বসিলেন ঈশ্বরী পরমানন্দ মনে ॥ নরোত্তম রামচন্দ্রপানে নিরখিয়া । কহিতে ব্রজের কথা উমড়য়ে হিয়া ॥ অদ্যোপান্ত সকল কহিল ধৈৰ্য্য ধরি। গৌড়ের সংবাদ জিজ্ঞাসয়েন ঈশ্বরী ॥ শুনি নরোত্তম কিছু কহিতে না পারে। বহে দুই নেত্রে ধারা নিবারিতে নারে । রামচন্দ্ৰ কহয়ে প্রভুর প্রিয়গণ । আই অল্প দিনে প্রায় হৈলা সঙ্গোপন ॥ যে কেই অtছেন সেহ আদর্শন প্রায় । এত কহি রামচন্দ্র ব্যাকুল হিয়ায় ॥ ঈশ্বরী কহেন যৈছে হইয়াছে এথা । না জানি ইহার মধ্যে কিবা হয় তথা ॥ সৰ্ব্বত্রেই প্রভু করিবেন অন্ধকার । এত কহিতেই নেত্ৰে বহে অশ্রুধার ॥ কহিতে কি কার নী