পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ebre ভক্তিরত্নাকর । [ একাদশ তরঙ্গ । সৰ্ব্বজন ॥ রজনীপ্ৰভাতে সবাসহ শ্ৰীঈশ্বরী। প্রাঙ্গণে গেল। প্রাতঃকৃত্য করি ॥, গৌরাঙ্গ বল্লবীকান্ত আদি প্রভুগণে । দেখিতে বিহবল অশ্রু ঝরয়ে নয়নে ॥ প্রভুগণ আগে কি কহিয়া ধীরে ধীরে ৷ হইলা বিদায় প্রেম উথলে অন্তরে । সকল মহান্ত মহাব্যাকুল হিয়ায়। কহিতে কি জানি যৈছে क्षंश्ल। दिन।झ ॥ ना.झtडभ तभिष्ठ् दिनानि श्ल! ।। &ङ्त সেবায় সবে সাবধান কৈলা। শ্ৰীসন্তোষ দিবেন ঈশ্বরীর্সঙ্গে। যাহ। শ্ৰীপরমেশ্বীদাসে সমৰ্পিল তাহ। খেতরি হইতে হৈল সবার গমন। চতুর্দিকে ধায় লোক করিতে দর্শন ॥ পদ্মাবর্তীতীরে শ্ৰীঈশ্বরী সবসহ । দেথি লোক আৰ্ত্তি লোকে কৈলা,অনুগ্রহ ॥ পদ্মাবতী পার হইলেন শীঘ্ৰ করি । সকলে বেষ্টিত হৈয় গেলেন বুধরি ॥ হইল গমনধ্বনি ধায় লোকগণ। পরম অদ্ভুত আৰ্ত্তি করিতে দর্শন ॥ শ্ৰীঈশ্বরী সবাসহ শুভ দৃষ্টিপাতে। কৈল লোকগণে মগ্ন শ্ৰীভক্তি-রসেতে। পূৰ্ব্ববৎ ঈশ্বরী বাসায় প্রবেশিল । বংশীদাস আদি সৰ্ব্বকাৰ্য্যে যুক্ত হৈলা ৷ শ্ৰবংশীর ভ্রাতা শ্যামদাস চক্রবর্তী। হালিয়া ঈশ্বরী কিছু কহে তার প্রতি ॥ তোমারে মাগিব যাহা তাহ হবে দিতে । সে অতি সুলভ চিন্তা না করই চিতে ॥ শুনি শ্যামদাস কিছু উত্তর না দিলা । হইল অনেক রাত্রি নিজ গৃহে গেল। ॥ মনে মনে বিচারে মে হেন অযোগ্যেরে। মাগিবেন ঐছে কিব৷ আছে মোর ঘরে ।