পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । Wobro বিচরিতে নিদ্র কৈল আকর্ষণ। সাক্ষাতের প্রায় বিপ্ৰ تعبی দেখয়ে স্বপন ॥ ঈশ্বরী আজ্ঞায় মহা-মনের উল্লাষে । কন্যাদান করয়ে শ্ৰীপড় গঙ্গাদাসে সকল বৈঞ্চব মহাহুর্ষে প্রশংসিতে । হৈল নিদ্রাভঙ্গ বিপ্র নারে স্থির হৈতে ॥ বিপ্র শ্যামদাস স্থির হৈয়া কতক্ষণে শ্ৰীঈশ্বরী-আগে গেলা রজনী-বিহনে ॥ ঈশ্বরীর ভঙ্গি জানি সুমধুর ভাষে। নিবেদিল স্বপ্নকথা ঈশ্বরীর পাশে ॥ বিবাহের উদ্যোগ করিলা শীঘ্ৰ করি ৷ হইলেন আনন্দিত জাহ্নবী ঈশ্বরী ॥ শ্ৰীঈশ্বরী গঙ্গাদাসে কহে ধীরে ধীরে । শ্যামদাস কন্যা দান করিব তোমারে ॥ হইল উদেযাগ অদ্য । বিবাহ হইবে । করিব বিবাহ ইথে চিন্তা না করিবে ॥ হইব বিবাহ অন্য এ কথা শুনিয়া । মৌনাবলম্বন কৈলা কিছু না কহিয়া ॥ পরম বিরক্ত কুন স্পৃহা নাই চিতে । তথাপি ঈশ্বরী অজ্ঞ নারিল লঙ্ঘিতে ॥ হইল বিবাহ কালে অতি সুমঙ্গল । শ্যামদাস চক্রবর্তী অনন্দে বিহবল ৷ শ্যামদাসের কন্য। নাম হেমলত। অলপ বয়স হেমবৰ্ণ স্বচরিত। যে দেখে বারেক তার জুড়ায় নয়ন। হেনকন্য। বড় গঙ্গাদালে কৈল দান। বড় গঙ্গাদাসের গেন্দর্ঘ্য অতিশয়। সূৰ্য্যময় তেজ প্রেম-ভক্তি-রসময় ॥ হেন গঙ্গাদাসেরে বিবাহ করাইয়া । শ্ৰীঈশ্বরী শ্যামরায় দিল সমপিয় ॥ গঙ্গাদাস বিচার করয়ে মনে মনে ॥ ভোগের নির্বন্ধ কিবা হইব এখনে ॥ গঙ্গাদাসে স্বপ্নচ্ছলে কহে শ্যামরায় । যবে যে মিলিলে তাহা ভুঞ্জাবে | ૭ ]