পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । や> ভক্তির বড়াই। ভক্তিবলে ভক্তের অসাধ্য কিছু নাই ॥ ভক্তির মহিমা বেদ পুরাণে বাখানে। ভক্তির মহিমা সে জানয়ে ভক্তজনে ॥ আহে বন্ধুগণ মুঞি এই ভিক্ষা চাঙ ! সদা ভক্তি ভক্তের মহিম যেন গtঙ ॥ ভক্ত-ভক্তিদ্বেষী মহাপাষণ্ডির গণ । এ সবার স্পর্শ যেন না হয় কখন ৷ জয় বাঞ্ছাকল্পতরু গৌরভক্তগণ কৃপা কর স্ত্রীনিবাসপদে রন্থ মন ॥ শ্ৰীনিবাসচার্য্য-ঠাকুর গুণমণি । র্যার ভক্তিদানে ধন্য মানয়ে ধরণী ॥ গৌড় নীলাচল বৃন্দাবনে শ্ৰীনিবাস । আপনার মনোবৃত্তি করিলা প্রকাশ ॥ যদি মোর ভাগ্য থাকে হইবে বিস্তার। এবে সূত্ররূপে কহি জন্মাদিক তার ৷ শ্ৰীচাখন্দিনামে গ্রাম সুরধুনী তীরে । তথাই জন্মিলা বিপ্র-চৈতন্তের ঘরে । শ্ৰীচুড়াকরণ আদি তথাই হইল। অল্পে ব্যাকরণ আদি অধ্যয়ন কৈল ॥ শ্রীচৈতন্যচন্দ্র গুণ শুনি প্রেমাবেশে । ঐখণ্ড হইয়া ক্ষেত্রে চলয়ে উল্লাসে নীলাচলে স্ত্রীচৈতন্যচন্দ্রগণসনে । করিব দর্শন এই অভিলাষ মনে ॥ কত দূরে শুনি শ্রীচৈতন্য-সঙ্গোপন । ঐছে হইল দেহে যেন না রহে জীবন ॥ শ্ৰীভক্তবৎসল প্রভু ভক্ত-প্রাণনাথ । অতিশীঘ্ৰ স্বপ্নছলে হইল সাক্ষাৎ ॥ করিল প্রবোধ সে প্রভুর অজ্ঞ। পাঞ । দেখে প্রভু প্রিয়গণে নীলাচলে যাঞt ॥ তথা প্রভুপার্ষদ পরমকৃপা কৈলা। র্তা সবার আজ্ঞামতে গৌড়দেশে তাইলা ॥ সতত ব্যাকুল হিয়া নারে প্রবোধিতে । পুনঃ লীলাচল চলে শীখণ্ড হইতে ॥ জাজপুর আগে গিয়া