পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७४२ ভক্তিরত্নাকর। একাদশ তরঙ্গ । জামায়। ঈশ্বরীর আগে স্বপ্নকথা নিবেদিল। শুনি মহাযত্বে ভোগ নিৰ্ব্বন্ধ করিল। সেবায় নিমগ্ন হৈল বড় গঙ্গাদাস। হইল সবার ইখে পরম উল্লাষ ॥ গোবিন্দাদি সহ রামচন্দ্র নরোত্তম । শ্ৰীঈশ্বরী চরিত্রে বিহবল তামুক্ষণ ॥ সবাসহ ঈশ্বরী বুধরিগ্রাম হৈতে। চলিলেন একচক্র শ্রীরাঢ় দেশেতে ॥ দূর হৈতে একচক্র গ্রাম নিরখিয়া । শ্ৰীজাহ্নবী ঈশ্বরী ধরিতে নারে হিয়া ৷ কৃষ্ণদাস সরখেল গৌরাঙ্গসুন্দর । মাধব-ক্সাচাৰ্য্য বলরাম মহীধর ॥ মুরারিচৈতন্য কৃষ্ণদাস বিপ্ররর। নৃসিংহ চৈতন্য শ্ৰী কামাই দামোদর ॥ রঘুপতি বৈদ্য উপাধ্যায় মনো/হর। শ্ৰীপরমেশ্বরদাস গুণের সাগর । শ্ৰীনকড়িদাস ক্রমুকুপদাদি সকলে একচক্রা দেখিয়া ভাসয়ে নেত্ৰ জলে ॥ মরোস্তম রামচন্দ্র শ্রীগোবিন্দাদয় ৷ হইলেন যৈছে তাহা কহিল নী হয় ॥ একচক্র পথপানে করয়ে গমন । পথপ্রান্তে শোভে অশ্বথাদি বৃক্ষগণ ॥ অত্যন্ত নিবিড় ছায়া স্থান সুনিৰ্ম্মল । সদা মনা বায়ু বহে সুগন্ধি শীতল ॥ সবাসহ শ্ৰীঈশ্বরী সে স্থানে যাইতে । অকস্মাৎ মহানন্দোদয় হৈল চিতে ॥ কেহ কিছু কহে কারু স্থির নহে মন । একচক্র পথে দেখে বিপ্ৰ এক জন ॥ পূৰ্ব্ব সোঙরিয়া তেঁহ ব্যাকুল হিয়ায় । নিতাইর বিলাষ স্থান দেখিয় বেড়ায় ৷ অতিবৃদ্ধ করেতে লগুড় মন্দগতি । বৃক্ষতলে আসিয়া চাহেন সব প্রতি ॥ দেখিয়া বৈষ্ণবগণে মনে বিচায়। কোথা হৈতে অকস্মাং হইল বিজয় ॥ জুড়াইল