পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর। [ একাদশ তরঙ্গ । .• ... و سرانه নিরথিয় । করে জtশীৰ্ব্বাদ অতিবিহ্বল হইয়া ॥ কেহ কহে এ মেন বালক কভু নয়। হেমনবনীতের পুতলী বুঝি হয় ৷ কেছ কছে এমন বালক নাই দেখি । দেখিতে ঘুচিল তাপ জুড়াইল আখি ॥ এইরূপ নানা কথা কহে পরস্পরে। লোক গতায়াত বহু পণ্ডিতের ঘরে ৷ পুত্রের কল্যাণে বিজ্ঞ হাড়াই পণ্ডিত । কৈল অর্থদান বহু হৈয়া উল্লষিত ॥ পদ্মাবতী হাড়াইর পুত্রগত প্রাণ । দিনে দিনে বাঢ়ে পুত্র চন্দ্রের সমান ॥ মাতার অত্যন্ত স্নেহ প্রশংসে সকলে ॥ ক্রোড়ে হৈতে পুত্রে না নামায় ভূমিতলে ॥ নাম করণীদি কালে হৈল মহানন্দ । কেহ কহে রাম কেহ কহে নিত্যানন্দ ॥ কেহ কুন নাম কহে উল্লাষ অন্তরে । অন্ন প্রাশনের সুখ কহিতে কে পারে ॥ হামাগুড়ি জঙ্গণে বেড়ান যেই কালে । আইস নিতাই ! বলি সবে করে কোলে ॥ কোলে চঢ়ি হাসে মুখ শোভা মনোহর। দুগ্ধবিন্দু প্রায় দুই দশন সুন্দর ॥ কোলে ?श्प्ङ ছড়িতে নরয়ে কুন জন । নিত্যানন্দ হৈল যেন সবার জীবন ॥ (জননী যতনে ৰবে আসনে বসায়। ন বৈসে আসনে ধুলা বিনু নাই ভায় ॥এক দিন গৃহে মুই মহাদুঃখ পাই। পণ্ডিতের বাড়ি গেলু দেখিতে নিতাই ॥ ধূলায় ধূসর অঙ্গ শোভা মুমধুর। বারেক দেখিতে সব দুঃখ গেল দূর ॥ আইল বাপু ! বুলিতেই কোলে লামাষ্টল। না জানি কি আনন্দ সমুদ্রে ডুবাইলা । হালিয়। পিতার কোলে গেলেন নিতাই । পিতার যে স্নেহ তা কহিতে সাধ্য