পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢कांश* उग्नत्र ! ] छङिङ्गङ्गाँकब्र । بنیا নাই। যদি কুন কাৰ্য্যে যান যাইতে না পারে। উলটিয়া পুত্রমুখ দেখে বারে বারে । কভু যজমানগৃহে গিয়া আসি ঘরে । কোথা নিত্যানন্দ বলি চৌদিকে নিহারে ॥ ধাইয়া পিতার কোলে চড়য়ে নিতাই। হীরা হেন প্রাণ যেন পায়েন হাড়াই। তিলাৰ্দ্ধ নেত্রের অড় না পারে করিতে । (ততোহধিক মাত! স্নেহ কে পারে কহিতে ॥ পুত্রের সৌন্দর্য্য লাগি হরিদ্র। মাথায় । হরিদ্র মলিন হয় সে অঙ্গ-ছটায় ॥) (মাখায়েন স্নিগ্ধ হেতু তৈল সুগন্ধিত । সহজে সৌগন্ধমিঞ্চ দেহ স্থললিত ॥ করাইতে স্নান স্নেহে হয়েন বিহ্বল। লঘু লঘু পোছে অঙ্গ লৈয়া পানিতোলা & ॥ রক্তপ্রান্ত নীল পট ধড় পরাইয়া । পুত্র প্রতি কহে খেল গৃহেতে বসিয়া ॥ হালিয়। মায়ের প্রতি কহ্নে নি তাই । খেলাবার সঙ্গি বিন! কিরূপে খেলাই সেই দিন হইতে সমবয় শিশুগণ । আইসে যতেক তাহ। কে করু গণন ॥ সে সকলে দেখিয়া পরম উল্লষিত হৈল হেন যেন কত কালের পিরিত। করিলেন খেলার আরম্ভ নিত্যানন্দ । পরম মুবুদ্ধি চাঞ্চল্যের নাই গন্ধ ॥ কৌমার বয়সে হৈল পেীগণ্ড প্রবেশ । দিনে দিনে বাঢ়ে। খেলা অশেষ বিশেষ ॥ শতাধিক বর্ষ হৈল বয়স আমার । ন৷ দেখি না শুনি ঐছে খেলা চমৎকার ॥ যে যে অবতারে ঐইঞ্চের যে যে লীলা। তাহ বিলু নিতাইচান্দের নাই খেলা ॥ ... ہمبس۔--محس-عمصحصص~ --م۔ • পানিতোলা অর্থাৎ গাত্রমার্জনী বা গামছ ।