পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उब्रिङ्गकङ्ग। [७कशभ उझत्र। سنسورها যে খেল খেলিব তার পূর্বে শিশুগণে । তদনুকরণ শিখায়েন জনে জনে ॥ এই নদীতীরে দেখ স্থান মনোহর। এখানে খেলেন পদ্মাবতীর কুঙর ॥ যৈছে দেবতার আরাধনায় সত্বরে। জন্মিলেন বাস্থদেব বসুদেব ঘরে ॥ বাস্থদেবে লৈয়া বসুদেব ংসভয়ে । নন্দালয়ে গেলা যৈছে এ খেলা খেলয়ে ৷ কৃষ্ণজন্ম উৎসব যে রূপ নন্দঘরে। যশোদা যেরূপ স্নেহে আপন পাসরে ॥ যৈছে কৃষ্ণ দুগ্ধপানে পূতনা বধিলা। শয়নে থাকিরা যৈছে শকট ভাঙ্গিলা ॥ তৃণবৰ্ত্তবধ যৈছে কৈলা ভগবান । খেলায় সে খেলা কেখি জুড়ায় পরাণ । ধান্য দিয়া ফল কৃষ্ণ কিনে কুতূহলে। যশোদা বন্ধন যৈছে করে উদুখলে। যৈছে ভাঙ্গে যমল অর্জন বৃক্ষদ্বয়। সে খেলা দেখিতে কার না জন্মে বিস্ময়। নানা বেশ ধরিয়া প্রবল শিশু মেলে । খেলয়ে কৃষ্ণের যত চাঞ্চল্য গোকুলে ॥ ৰক অঘ হয় শিশু কৃষ্ণ রূপ ধরি। সে সকলে বধেন কৌতুকে যুদ্ধ করি ॥ গঢ়ি ভয়ঙ্কর সর্প লৈয়া যায় জলে । সে অদ্ভূত কালীয়দমন খেলা খেলে ॥ কভু খেলে কৃষ্ণ যৈছে ধেনুক বধিলা । কভু গোষ্ঠে খেলয়ে প্ৰলম্ববধলীলা । বৃষস্করে বধ কৃষ্ণ করে যে প্রকারে । যৈছে তীর্থ অfকর্ষণ করি স্নান করে ॥ যৈছে কৃষ্ণ সখীসহ করি গোচীরখ । ধেনুগণ লৈয়া যৈছে গৃহেতে গমন ॥ যৈছে গোবৰ্দ্ধন ধরি ব্রজ রক্ষা করে । যৈছে গোপিকার পরিধেয় বস্ত্র ইরে ।