ভক্তিরত্নীকর। [ একাদশ তরঙ্গ । هند. সাঙ্গাইয়। সবে কহে নিত্যানন্দ সঙ্গে খেল গিয়া । শিশুগং খেলারসে বিহ্বল নিতাই। যে অন্তত খেলা তা কহিতে অন্ত নাই ॥ কি আনন্দ তার যজ্ঞোপবীত সময়। যে শোভ দেখিলু তাহা কহিল না হয়। পৌগণ্ড বয়সে কিবা কৈশোর প্রবেশ । দেখি সে শোভা না কারু রহে ধৈর্য্যলেশ ॥ অল্প দিবসেই কৈল বিদ্যা-উপার্জন। ব্যাকরণ আদি শাস্ত্রে হৈলা ৰিচক্ষণ ॥ নিতাইর বয়েস লৈল দ্বাদশ বৎসর। (ষোড়ষ বর্ষের প্রায় দেখিতে সুন্দর ॥ বন্ধুগণে জানাইয়া হাড়াইপণ্ডিত। পুত্রের বিবাহ দিতে হৈলা উৎকণ্ঠিত ॥ একচক্রাবাসী যত ব্রাহ্মণ সজ্জন । বিবাহ প্রসঙ্গে হর্ষ হৈলা সৰ্ব্ব জন ॥ কন্যা স্থির কৈল কুন কুন বিপ্র ঘরে । মনকলা খায় কেহ স্পষ্ট নাই করে ॥ হৈল এই আনন্দপ্রসঙ্গ স্থানে স্থানে। বিধি যে দিবেক দুঃখ কেবা তাহ জানে ॥কোথা হৈতে আইলা এক সন্ন্যাসী গোসাঞি । সর্বাংশে সুন্দর র্তার দয়ামাত্র নাই। হাড়াইপণ্ডিত র্তারে ভিক্ষা করাইলা । কৃষ্ণকথা রসে তেঁহ রাত্রি গোঙাইলা ॥ গন্তু কালে নিত্যানন্দে দিলেন মাগিয়া । দিলেন হাড়াই পুত্রে পূর্ব বিচারিয়া ॥ নিত্যানন্দে লৈয়া সন্যাসী চলিল। তুরিতে। মুচ্ছিত হইয়া হাড়াই পড়িলাভূমিতে। (প্রাণহীন-প্রায় ভূমে পড়ে পদ্মাবতী। হৈল যে দোহার দশ কহি কি শকতি ॥ কি নারী পুরুষ যত এ একচক্রায়। এ কথা শ্রবণমাত্রে হৈল মৃত্যু প্রায় ) সঙ্গী শিশুগণ কহে মাে
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।