পাতা:ভক্তিরত্নাকর.djvu/৬৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७ढ़ांश् छुक्लन्न । ] छद्धिब्बङ्गांकृब्र । ఆస్టి সবে ছাড়িয়া । কোথা গেলা বলিকানো অঙ্গ আছাড়িয় ॥ এই একচক্রাগ্রাম হৈল শূন্যপ্রায়। যে খানে সে খানে লোক করে হায় হায়ু t হৈল লোক ভিড় হাড়ো পণ্ডিতের ঘরে । করায় চেতন দোহে অনেক প্রকারে ৷ হাড়াইপণ্ডিত পদ্মাবতী দুই জন । কোথা নিত্যানন্দ বলি করয়ে ক্রমান ॥ দোহার বিলাপ যে শুনিল সেই জানে। গলয়ে পাষাণ কাঙ্গে পশু পক্ষিগণে ॥ নিতাইর কনিষ্ঠ ভ্রাতা কছেন কাদিয়া । মোরে কেনে সন্ন্যাসী না গেলেন লইয়া ॥ (এত কহি অঙ্গ অছাড়িয়া ভূমে পড়ে। ঈশ্বরী ইচ্ছায় প্রাণ রহিল সে ধড়ে ॥ কুন বিপ্র কান্দিয়া কহয়ে ওহে ভাই । কহ কুন পথে সম্যাগী গোসাঞি ॥ নিত্যানন্দ রন্ধনাদি ক্রিয়া কিবা জানে । মোর পুত্র পটু সৰ্ব্ব কাৰ্য সমাধানে ॥ ধরি তার পায় নিত্যানন্দে মাগি নিব । করিয়া প্রসন্ন মোর পুত্র টারে দিব ॥ এত কহি সন্ন্যাসির করে অন্বেষণ । কোথাও না পায় খোজ ভাবে মনে মন ॥ একচক্র গ্রামবাসী শাস্ত্রজ্ঞ সকলে । পরস্পর কহে কত বসিয়া বিরলে ॥ কেহ কহে জ্যোতিষজ্ঞ পূর্বে যে কহিল। তাহার বচন সব প্রত্যক্ষ হইল ॥ দুৰ্দৈব দোষেতে মোর নারিমু চিনিতে ॥ জন্মিলেন বলরাম হাড়াইর গৃহেতে ॥ কেহ কহে সত্য এই কভু মিথ্যা নয়। জন্মকালে হৈল মহামঙ্গল উদয় । ঘুচিল দুর্ভিক্ষ লোকপাড়া গেল দূত্র। কৈল মেঘ বৃষ্টি হৈল আনন্দ প্রচুর। কেহ কহে জন্মকালে দেখিয়