পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ ।। ভক্তিরত্নাকর । [ প্রথম তরঙ্গ । করিল শ্রবণ। গদাধর-পণ্ডিত-গোস্বামী সঙ্গোপন ॥ মূচ্ছিত হইয়া ভূমে পড়ি গড়ি যায়। করয়ে ক্ৰন্দন સુમિ 커 মিলায় ॥ স্বপ্ন-ছলে পণ্ডিত-গোসাঞি প্রবোধিলা । তথা হইতে পুনঃ গৌড়দেশেতে চলিলা ॥ ক্ষিপ্তপ্রায় যেখানে সেখানে বলি রয়। মনের উদ্বেগ করে কিছুই না কয় ॥ একদিন গৌড়পথে করিতে গমন। শুনিলেন নিত্যনন্দাদ্বৈতসঙ্গোপন ৷ হইলেন যৈছে তাহ কে পারে কহিতে । ত্যজিব জীবন এই দঢ়াইল চিতে ॥ স্বপ্ন-ছলে দুই প্রভু দিয়া দরশন । প্ৰবোধিল স্নেহে কহি মধুর বচন ॥ প্রভাতে উঠিয়৷ গৌড়ে গমন করিলা । নবদ্বীপ আদি যত সৰ্ব্বত্র ভ্ৰমিলা ॥ শ্ৰখণ্ড হইয়। শীঘ্ৰ বৃন্দাবন গেলা । শ্ৰীগোপালভট্ট-পদে আত্মসমপিলা ॥ নরোত্তমসঙ্গে তথা হইল মিলন । গোস্বামিগণের গ্রন্থ কৈল অধ্যয়ন ॥ সে সকল গ্রন্থরত্ব প্রদান করিতে। আইলেন গৌড়ে সব গোস্বামী-অজ্ঞাতে ॥ বনবিষ্ণুপুরে রাজা গ্রন্থ চুরি কৈল । গ্রন্থ দিয়া পাদপদ্মে আত্মসমৰ্পিল । ঐসরকার-ঠাকুর বিবাহ করাইলা । কিছু দিন পরে পুনঃ বৃন্দাবনে গেল । পুনঃ বৃন্দাবন হৈতে আইলা গৌড়দেশ । নরোত্তম সহ সুখ বাঢ়িল অশেষ ॥ প্রভু-ধীরচন্দ্র মহা অনুগ্ৰহ কৈল । দিবা নিশি সঙ্কীর্তনরসে মগ্ন হৈল ॥ ভক্তিগ্রন্থরত্ব দান করিলা সর্বত্র পাষণ্ড পামর যত হইল৷ পবিত্ৰ ॥ করিলা যতেক শিষ্য সে সব সহিতে। হইল৷ উল্লামে ভক্তিরস আম্বাদিতে ; গৌড়দেশে অশেষ আনন্দ