পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆసి ভক্তিরত্নাকর । [ একাদশ তরঙ্গ । নয়নে। দেবে স্তুতি কৈল পুষ্প বৰ্ষিল ভবনে ॥দেব স্ত্রীগণের ভীড় হয় অনিবার। এবে সে জানিমু পূর্বে ন কৈন্তু বিচার। কেহ কহে বলরাম বিনা কি এ হয় । জম্মমাত্রে সকলের চিত্ত আকৰ্ষয় ॥ মনুষ্যে সন্তব কি এরূপ সৌন্দর্য্যতা। শিশু সময়েতে কি অন্তত সৌজন্যতা । কেহ কহে শিশু কালে এ আশ্চৰ্য্য খেলা। ঈশ্বর সে জানে ঈশ্বরের যন্ত লীলা ॥ এক দিবসের খেলা দেখিলু নয়নে । ধরিলা সন্ন্যাসি-বেশ নিতাই আপনে ॥ কিবা দণ্ড কমণ্ডলু করে স্থশোভয় । পরিধেয় অরুণ বসন তেজোময় ৷ শিশুগণ অপূৰ্ব্ব বৈষ্ণব-বেশ ধরে । তিলক মালtয়ু অঙ্গ বলে মল করে ৷ সন্ন্যাসিরে মধ্যে করি করয়ে কীৰ্ত্তন । নাচয়ে সন্ন্যাসী ভঙ্গি ভুবনমোহন ॥ বুঝি প্রভু সন্ন্যাস করিব এ কলিতে । তাহা ব্যক্ত কৈল এই খেলাকৌতুকেতে ॥ পূৰ্ণব্ৰহ্ম সনাতন প্ৰভু ভগবান। হবেন সন্ন্যাসী আছে শাস্ত্রেতে প্রমাণ ॥ খেলা দেখি মনে কৈল প্রকৃত এ নয়। ব্যক্ত না কহিল লোক উপহাস ভয় ॥ কেহ কহে কৃষ্ণভিন্ন রোহিণী কুমার। সেই এই নিতানন্দ ইথে কি বিচার ॥ কৃপা করি সে যদি জানায় তবে জানি । নহিলে তাহার মায়া বশ এই প্রাণী । কেহ কহে পাইয়াও না পাইল মোরা। হইয়া মায়ার বশ হৈমু রত্নহর ॥ তার রূপ গুণেতে বঞ্চিয় মো সবারে । অকস্মাৎ সন্ন্যাসী লইয়া গেলা তারে । কেহ কহে সন্ন্যাসী কেবল