পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ তরঙ্গ 1 ] . ভক্তিরত্নীকর । ৬৯৩ চুল ওঁর। ঈশ্বরের ইচ্ছা বুঝে ঐছে শক্তিকার। বলরাম, কৈলা পূর্বে তীর্থ পৰ্যটন। তাহাই করিব এবে লয় মোর মন ॥ কেহ কহে ঐছে পিতা মাতায় ছাড়িয়া । কৈল অমুচিত কৈছে গেলা বাহির হৈয়া ॥ কেহ কহে ঈশ্বরের কে বুঝে মরম। পূৰ্ব্বাপর বুঝি ঐছে ভাtছয়ে নিয়ম ৷ এইরূপ কত কথা কহিয়া কহিয়া । করয়ে । ক্ৰন্দন নিত্যানন্দে সেঙরিয়া ৷ হাড়াইপণ্ডিতে সবে যান প্ৰবোধিতে । উঠয়ে ক্ৰন্দনরোল গৃহে প্রবেশিতে ॥ (পদ্মাবতী হাড়াইপণ্ডিত দুইজনে । না করে আtহার দেহ না যায় ধারণে৷ যদি কভু কিছু ভুঞ্জাইতে চায় কেউ । ভুঞ্জিব কি উঠে দুঃখ সমুদ্রের ঢেউ ॥ ঐছে তিন মাস নাই অন্নের গ্রহণ। বিধিরে নিন্দয়ে কেনে আছয়ে জীবন ॥ কোথা নিত্যানন্দ বলি ধূলায় লোটায়। কি কহিতে কিবা কহে পাগলের প্রায় ) তিলৰ্দ্ধেক হাড়াই পণ্ডিত স্থির নহে মনে যে উপজে তাহা ব্যক্ত করি কহে ॥ ক্ষণে কহে নিত্যানন্দ হৈল অনেক ক্ষণ ॥ আইল কোলে করি মোর জুড়াউক জীবন ॥ ক্ষণে কহে ওহে বাপ চটু লিয়া কোলে । ঘাটে গিয়া স্নান করি সরোবর জলে ॥ ক্ষণে কহে মোর আগে চলহ ছাটিয়া। পাকিয়াছে ধান্য ক্ষেত্র মাঠে দেখি গিয়া । ক্ষণে কহে চল বাপ হাটে শীঘ্ৰ যাই । যে ইচ্ছা তোমার তাহা কিনিব তথাই ॥ (ক্ষণে কহে জননী ডাকয়ে ষাও ঘরে । বুঝি বিষ্ণু প্রসাদাম ভুঞ্জিবার তরে ॥}