পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tीकाँश* उद्रश्न । } छडिब्बङ्गांकज़ । ుసె& হিয়া বিদরিয়া যায়। দুঃখ ভুঞ্জাইতে বিধি রাখিল আমার ॥ মনে ছিল যদি বিধি রাখিল আমারে। অবশ্য দিবেন সুখ কিছু দিন পরে ॥ জন্মভূমি সেঙরিয়া নিতাই আমার। একচক্র! আসিবে দেখিব পুনৰ্ব্বার ॥ মোর দুৰ্দ্দৈবেতে তেঁহ নির্দয় ছইল। হেন একচক্র গ্রামে পুন না আইল ॥ হইলু নিরাশ এবে আশা নাই আর । বিধাতার প্রতি এ প্রার্থনা বায় বার ॥ এ জন্মে বঞ্চিত যদি পুনর্জন্ম পাই। তবে নিত্যানন্দে যেন দেখিয়ে এথাই ॥ মরি যেন নিতাইচান্দের নাম লৈয়া। এত কহি বিপ্রের বিদরি যায় হিয়া ॥ পুন কহে কোথা প্রাণ নিতাই ! আমার । দেখি মোর দশা দেখা দেহ এক বীর ॥ এত কহি আই বিপ্র কন্দে উচ্চৈঃস্বরে । (শুনি সে কান্দন৷ দারু পাষাণ বিদরে ॥ কি অদ্ভুত দশা প্রাপ্ত হইল সবায়। জাহ্নবী ঈশ্বরী নেত্রজলে ভাগি যায় ॥) কৃষ্ণদাসপণ্ডিতাদি বিহ্বল সকলে । হৈল মহী পঙ্ক সে সবার নেত্রজলে ॥ কেহ কুন রূপে স্থির হইতে না পারে। বিপ্রের চরণধুলি নয় বারে বারে। প্রভু ইচ্ছামতে সকলেই স্থির হৈলা। বিপ্রে আগে করি একচক্র প্রবেশিলা ॥ বিপ্র কহে পণ্ডিতের বাড়ি ঐ হয়। এত কহি পুন কিছু কহিতে নারয় ॥ বাট দেখাইয়া অতি কাতর অন্তরে। কান্দিতে কান্দিতে বিপ্ৰ গেল নিজ ঘরে ॥ বিপ্রদশ দেখি সবে ব্যাকুল হইলা । হাড়াইপণ্ডিত গৃহে গমন করিলা ॥ যদ্যপি ভবন শূন্য ভগ্ন অতিশয় । তখ