পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆఫిసి छसिद्गङ्गांकन । [ ७कांनभ उअत्र । পিহ কার বা না চিত্ত আকৰ্ষয় ॥ নিত্যানন্দ লীলাস্থলী করিয়া দর্শন। হৈলা প্রেমাবিষ্ট যৈছে না হয় বর্ণন ॥ (সে দিবস ভগ্ন ভবনেতে,বাস কৈলা। শ্রীনাম কীৰ্ত্তনে কথো রাত্রি গোঙ|ইলা ॥ জাহ্নবী ঈশ্বরী নেত্রে নিদ্রা না স্পর্শয় । বিরলে বসিয়া মনে মনে বিচারয় ॥ না হৈল শ্বশুর শাশুড়ীর গদর্শন। না ম্পশিল শ্বশুরালয়ের সুখকণ ॥ এক বিচারিয়া আর কিছু বিচরিতে। অকস্মাৎ হৈল নিদ্র। প্রভুর ইচ্ছাতে ॥ স্বপ্নচ্ছলে দেখে একচক্রার বসতি । দিতে নাই উপমা সৰ্ব্বাংশে শোভ অতি ॥ কিবা স্বর্ণপুরী বিশ্বকৰ্ম্মার নিৰ্ম্মাণ। ইন্দ্ৰালয় নহে পণ্ডিতালয় সমান ॥ দাস দাসী অসংখ্য ঐশ্বৰ্য্য অতিশয়। নিরস্তর পরমমঙ্গল শোভাময় ॥ দেবপূজ্য ছাড়াইপণ্ডিত পদ্মাবতী। প্রাণাধিক নিত্যানন্দ পুত্রে স্নেহ অতি ॥ ঐবস্থ জাহ্নবী পুত্রবধু দুই জনে। নয়ন সম্পুটে সদা রাখে এই মনে ॥ কত সাধে করে পুত্রবধূর পালন । দেখি পুত্রবধু রীত জুড়ায় নয়ন। জগতের পূজ্য সূৰ্য্যদাসের দুহিতা । শ্বশুর শাশুড়ী স্নেহে সদা উল্লষিত। ॥ শ্ৰীজাহ্নবী এ কৌতুক মনে বিচারিতে। হৈল নিদ্রাভঙ্গ পুন আকর্ষে নিদ্রাতে ॥ পুন স্বপ্ন দেখে একচক্র নদীতীরে । নানা পুষ্প কানন অপূর্ব শোভ করে । পুঞ্জ * পুঞ্জ ভ্রমর গুঞ্জরে অনিবার। নানা পক্ষী শব্দ করে অতি চমৎকার। মন্দ মন্দ বহে সদা মলয় পবন । বনশোভা মুনীন্দ্রগণের

  • কুঞ্জ পুঞ্জ, পাঠান্তর।