পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* о о ভক্তিরত্নাকর। [ একাদশ । নিতে ॥ মহা লজ্জাবতী গতি অতি স্থললিত। হেম অঙ্গ বসনে অীবৃত ॥ মৃত্যু-হালি-মিশা মুখপঙ্ক সুনিৰ্ম্মল । সে সুচারু দীর্ঘ নয়নযুগল ॥ ঝরয়ে আনন্দ অশ্রু ঈশ্বরদর্শনে । পুলক ব্যাপয়ে প্রণশিতে শ্ৰীচরণে ॥ শ্ৰীঈশ্বরী কন্ধুি কিব স্বমধুর ভাষে। তুলি লৈল কোলে কি অস্তু ত স্বেচ্ছ্বাধেশে । আচার্য্যের ভার্য্য। বহু দৈন্য প্রকাশিয়া । বসাইল/দিব্যালনে মন্দিরে লইয়া ॥ সুবাসিত জলে পাণ প্রক্ষালন কৈল বণিতে ন। জানি যে আনন্দ উথলিল ॥ দেখি শ্ৰীনিবাসাচাৰ্য্য ভাৰ্য্যার স্থরীত । তিলে তিলে ঈশ্বরীর বাঢ়ে মহা ੋਣ যাজিওগ্রামে যে আনন্দ হইল রন্ধনে । যে আনন্দ হৈলু মহা প্রসাদ সেবনে ॥ প্রত্যেক মহান্ত মনে হৈল যে আনন্দ ! তাহা বিস্তারিয়া কি বর্ণিব মুই মন্দ। পরস্পর যে কৌতুর্ক কহিতে ন পারি । যাজিগ্রামবাসী লোক দেখে নেত্র ভরি ॥ সকল মহান্ত কৃষ্ণকথা অtলাপনে বসিয়া श्रtछ्न অতিশয় রম্য স্থানে ॥ হেন কালে খণ্ড হৈতে স্ত্রীরঘুনন্দন । তাইলেন সঙ্গে মহা-ভাগবতগণ ॥ কি অপূৰ্ব্ব মিলন হইল পরস্পরে। দেখিতে সে প্রেথা বেশ কেবা ধৈর্য্য ধরে ; পরস্পর গৌড়-ব্রজ সংবাদ কহিতে ৷ হইল ব্যাকুল কেহ নারে স্থির হৈতে ॥ ধৈর্য্যবলম্বন করি স্ত্রীরঘুনন্দন। জিজ্ঞাসিলা ঈশ্বরীর গমননমন ।