একাদশ তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। १०> স্ত্রপরমেশ্বরদাস ধৈর্য্যাবলম্বিল। আদ্যোপান্ত স্ত্ররঘুনন্দনে নিবেদিল ॥ ঐীরঘুনন্দন হর্ষে মহান্তগণেরে। নিবেদিল প্রভাতে ঐখণ্ড যাইবারে ॥ ঐ জাহ্নবী ঈশ্বরীর আগে নিবেদিয়া । শীঘ্র খণ্ডে গেলা শ্ৰীনিবাসে কত কৈয় ॥ এথা সন্ধ্যাসময়েতে ভাগবতগণ করিলেন কতক্ষণ নাম সঙ্কীর্তন ॥ ঈশ্বরী-আজ্ঞায় শ্ৰীনিবাস হৈয়া হৃষ্ট । শ্ৰীমদ্ভগবত পাঠে কৈল সুধা বৃষ্ট ॥ হইলেন প্রেমানন্দে নিমগ্ন সকলে । সবার তিতিল গ্রু তনু নয়নের জলে ৷ শ্ৰীমদ্ভাগবত পাঠ হৈলে সমাপন। কতক্ষণে স্থির হইলেন সৰ্ব্বজন ॥ জাহ্নপী ঈশ্বরী অতি মনের উল্লাষে । শ্ৰীনিবাস প্রতি কহে সুমধুব ভাষে ॥ রজনীপ্রভাতে খণ্ডে গমন করিল। খণ্ডে হৈতে খড়দহে ত্বরায় যাইব ॥ অতি অল্পকাল এথ হৈল মোর স্থিতি । হিয়া কি করয়ে না বুঝিয়ে বুদ্ধিগতি ॥ শ্ৰীনিবাস কহে এবে বিলম্ব ন সহে । প্রকাশিবে মূৰ্ত্তি শীঘ্ৰগিয়া খড়দহে ৷ শ্ৰীমতীরাধিক মূর্তি নিৰ্ম্মাণ হইলে । হইবে সুস্থির বৃন্দাবন পাঠাইলে ॥ শ্ৰীগোপীনাথের ইথে আগ্রহাতিশয় ৷ হইব নিৰ্ম্মাণ অতিশীঘ্ৰ মনে লয় ॥ শ্ৰীনিবাসবাক্যে হর্ষ হইয়। ঈশ্বরী । পুন শ্ৰীনিবাস প্রতি কহে ধারি ধীরি। খড়দহে গিয়া পাঠাইব সমাচার। এবে কোথা কোথা স্থিতি হইবে তোমার । শ্ৰীনিবাস কহে এথ রহি দিন চারি। নবদ্বীপে গমন করিব শীঘ্ৰ করি ॥ r* -- و جمعیسی سحماسی سده- سادات مح------- • তিতিল-ভাসিল ॥T
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।