१०३ ভক্তিরত্নাকর। [ ७क्ने उब्रन । প্রায় নবদ্বীপে গুপ্ত হইল সকলে। প্রভুর ঈশানমাত্র আছেন একলে ॥ তার সমভ্যারী যে আছেন কত জন। ইস্থাছে র্ত সবার সংশয় জীবন ৷ করিলা ঈশান আজ্ঞা আমারে যাইতে । তথা গিয়া আসি যাব খেতরিগ্রামেতে ॥ কথো দিন রছি তথা বিষ্ণুপুর গিয়া । রহিব এথাই তথা হইতে আসিয়া ॥ ঐছে কত কহিতে অনেক রাত্রি হৈল । প্রসাদ ভুঞ্জিয়া সবে শয়ন করিল। রজনীপ্রভাতে খণ্ডে চলিতে ঈশ্বরী । অচির্য্যের ভার্য্যায় প্রবেধে যত্ন করি ॥ দেখিয়া উtহার দশ ব্যাকুল হইলা। করি বহু অনুগ্রহ ঐখণ্ডে চলিল৷ i. ঐথগুনিবাসী লোক ধtয় চারিভিতে। শ্রীরঘুনন্দন আইলে আগুসরি নীতে ॥ গণসহ গতি অতিশয় চমৎকার। দূরে দেখি এক বিপ্ৰ কহে বার বার। ভাগ্যবস্ত নারায়ণদাসের মন্দন । মুকুন্দমাধব নরহরি তিন জন ॥ মুকুন্দের পুত্র রঘুনন্দমঠাকুর । ইহার দর্শনে সব তাপ যায় দূর ॥ কিবা ভক্তিরলেতে নিমগ্ন নিরস্তর। ঐছে কত কহে সঙ্গে চলে বিপ্রবর ॥ রঘুনন্দনের পুত্র নাম শ্ৰীকানাই । অলপ বয়সে সৌন্দর্ঘ্যের সীমা নাই। শ্ৰীগৌরচন্দ্রের গুণে গদাই বিহ্বল। ধরিতে নারয়ে অঙ্গ করে টলমল ॥ মহন্তগণেরে দেখি মনের উল্লাষে। কি-নাম কাহার তাহ পিতায় জিজ্ঞাসে ॥ স্ত্রীরঘুনন্দন পুজে সব জানাইয়। মিলিল সবার আগে অতি হৃষ্ট হৈয়া ॥ ঠাকুর কানাইর নেত্র পূর্ণ অঞজলে। প্ৰণমিতে সবে তুলি
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।