পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૦8 ভক্তিপ্রত্নীকর । [ একাদশ তরঙ্গ । অদ্ভুক্ত প্রেম উথলে হিয়ায় ॥ শ্ৰীবাসপণ্ডিতের ভবন প্রবেশিতে ৷ হইলেন যৈছে সবে কে পারে কহিতে ॥ সেদিবস শ্ৰীবাস-ভবনে করি স্থিতি । মনের উদ্বেগেতে গোঙায় দিব। রাতি হৈল কিছু নিদ্রা নিশি অবশেষ কালে। গণসহ প্রভু দেখা দিলা স্বপ্নচ্ছলে ॥ শ্ৰীগৌরচন্দ্রের কিব৷ সুমধুর বেশ । শিরে শোহে চিকন চাচর চারু কেশ ॥ বামে গদাধর নিত্যনন্দ দক্ষিণেতে । সম্মুখে স্ত্র অদ্বৈত শ্ৰীবাসাদিসহিতে ॥ সঙ্কীওঁনারস্তে নাচে শ্ৰীগৌরসুন্দর । নীচে নিত্যানন্দ শ্ৰীঅদ্বৈত গদাধর । শ্ৰীবাস মুরারি বক্রেশ্বর হরিদাস । নৃত্যে কি অদ্ভুত ভঙ্গী করয়ে প্রকাশ ॥ গোবিন্দ মাধব বাস্থ মুকুন্দাদি যত । গীত বাদ্যে সকলে হইল উনমত ॥ নবদ্বীপপুরী মহা আনন্দে উথলে । নাচে ব্রহ্ম। শিব শেষ মনুষ্যের মেলে ॥ করি জয়ধ্বনি লোক চতুৰ্দ্দিগে ধায় । সঙ্কীর্তনে নানা পুষ্প বর্ষে দেবতায় ॥ দেখিতেই নবদ্বীপে এ হেন মঙ্গল । জাহ্নবী ঈশ্বরী দুঃখ ভুলিলা সকল ॥ নিদ্রাভঙ্গ হইতেই ব্যাকুল হইলা । প্ৰভু ইচ্ছামতে ধৈৰ্য্যাবলম্বন কৈলা ॥ নবদ্বীপধামে প্রণমিল বার বীর । স্বপ্ন যে দেখিল তাহা না কৈলা প্রচার ॥ শ্ৰীঈশানআদি সবে যত্নে প্রবোধিলা । শ্ৰীনিবাস শীঘ্ৰ আসিবেন জামীইলা ॥ ঐছে দুই দিবস রহিয়া নদীয়ায় । সবসব ঈশ্বরী গেলেন অম্বিকায় ॥ নিত্যানন্দ চৈতন্যের করিলা দর্শন ৷ হইল। বিহবল অশ্রু নহে নিবারণ ॥ একদিন অম্বিকীয় রহি প্রেমী