পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর } দ্বিতীয় তরঙ্গ ! জয় জয় গৌর-কৃষ্ণ ভুবনমোহন । নদীয়ার নাথ ভক্তজনের জীবন ৷ জয় জয় নিত্যানন্দ দেব হলধর । জয় জয় ঐ অদ্বৈত-আচাৰ্য্য ঈশ্বর ॥ জয় জয় গদাধর-পণ্ডিত শ্ৰীবাস । জয় শ্ৰীস্বরূপ বক্রেশ্বর হরিদাস ॥ জয় বাসুদেব সৰ্ব্বভৌম বৃহস্পতি। জয় রায় রামানন্দ রসের মৃরতি ॥ জয় পুণ্ডরীক বিদ্যানিধি-মহাশয় । জয় শ্রীজগদানন্দ-পণ্ডিত সঞ্জয় ॥ জয় বিদ্যাবাচস্পতি জগতে প্রচার। জয় জয় চক্রবত্তী শ্ৰীনাথ উদার ॥ জয় গদাধরদাস দাস নরহরি। জয় শ্ৰীমুকুন্দ প্রেমভক্তি-অধিকারী ॥ জয় বাস্থঘোষ গৌরীদাস ধনঞ্জয় । জয় বনমালী শ্ৰীগরুড়-মহাশয় ॥ জয় জয় বল্লভ-অাচাৰ্য্য সনাতন। জয় হরিদাস-দ্বিজ আচাৰ্য্যনন্দন ॥ জয় জয় রূপ সনাতন দয়াময় । জয় শ্রীগোপালভট্ট প্রেমের তালয় ॥ জয় রঘুনাথভট্ট রঘুনাথদাস। জয় স্ত্রীমজ্জীব যার অদ্ভুতপিলাস ॥ জয় শ্ৰীভূগৰ্ত্ত লোকনাথ ষষ্ঠাধর । জয় শ্ৰীবুদ্ধিমিশ্র শ্ৰীচন্দ্রশেখর ॥ জয় কাশীমিশ্র গোপীকান্ত, ভগবান । জয় শ্ৰীহৃদয়ানন্দ কমলনয়ন ৷ জয় জগন্নাথসেন শ্ৰীমধুসুদন জয় সেন