পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর। १** তামার। নরোত্তম রামচন্দ্র নাম এ দোহার। শুনি বিপ্ররাজ দুই বাহু পসারিয়া । কৈল আলিঙ্গন নেত্রজলে গিস্ত হৈয়া ॥ ক্রোড়ে হৈতে শ্ৰীনিবাসে ছাড়িতে ন পারে। চাহি মুখ পানে পুন কহে বীরে বারে ॥ ওহে বাপ তোমাদের প্রসঙ্গ শুনিল । দেখি মনে সাধ অকস্মাৎ দেখা হৈল । অদ্য গিয়াছিনু ঈশানেরে দেখিবারে । তোমরা আসিবা তাহা কহিল আমারে ॥ ঈশান শ্রীজগন্নাথমিশ্রের ভবনে । চাহিয়া তাtছন তোমাদের পথ-পানে ॥ যাহ তথা তামিল্লাহ আসিব শীঘ্ৰ করি । এত কহি বিপ্র গৃহে গেলা ধারি ধরি ৷ খ্ৰীনিবাস বৃদ্ধবিপ্ৰ-পদে প্রণমিয়া। প্রভুর তাtলয়ে গেলা ব্যাকুল হইয় ॥ প্রভুর অঙ্গণ ধুলে হইলা ধূসর। নয়নের জলে সিক্ত সৰ্ব্ব কলেবর ॥ চতুদিকে চাহে ধৈর্য্য নারে ধরিবার। দেখেন ঈশানে সূৰ্য্যসম তেজ তার ॥ বসিয়া আছেন এক পরম নির্জনে । কি অদ্ভুত চেষ্টা অশ্রু মুদ্রিত নয়নে ॥ নয়নের জলে মুখ বক্ষভালি যায় । ছাড়ে দীর্ঘ শ্বাস সে অগ্নির শিখ প্রায় ৷ ক্ষণে বিশ্বম্ভর বলি লোটায় ভূমিতে । ক্ষণে কহে ধুইল প্রভু কি স্থখ খাইতে ॥ এত কহি কাতরে চtহয়ে চারি পাশে । দেখয়ে সম্মুখে প্রেমময়ু শ্ৰীনিবাসে ॥ আইস বাপ বুলি দুই বাহু পসারিয়া । হইলেন হর্ষ শ্ৰীনিবাসে আলিঙ্গিয় ॥ নরোত্তম রামচন্দ্রে করি আলিঙ্গন। যে অস্তু তমেহাবেশ না হয় বর্ণন। শ্ৰীনিবাস নরোপ্তম রামচন্দ্র তিনে । নিৰরিতে মারে তাশ্র প্রণমি ঈশানে ।