পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১৬ ভক্তিরত্নাকর। { दामन डब्रत्र । প্রঈশানঠাকুর যত্নেতে প্ৰবোধিয়া। জিজ্ঞাসরে কুশল নিকটে বসাইয়। খ্ৰীনিবাস সকল সংবাদ নিবেদিয়া। নিজ অভিলাষ কহুে সঙ্কুচিত হৈয়া ঐরাঘব সঙ্গে ব্রজে ভ্রমণ করিতে। মনে হৈল নদীয়া ভ্ৰমিব এই মতে ॥ শুনি শ্ৰীঈশান কহে মনে কৈল যাহা । শ্ৰীগৌরসন্দর পুর্ণ করিবেন তাহা ॥ এই নবদ্বীপ ধাম অতিশয় গুঢ়। যারে কৃপা জানে সে না জানে তত্ত্ব মূঢ় ॥ নর্মদ্বীপ লীলা স্থান অতি মনোছর । আনের কা কথা ব্রহ্মাদির অগোচর ॥ দেখিমু যে শুনিমু প্রাচীন লোক স্থানে। এ হেন দুঃখের ও তlহ আছে মোর মনে ॥ তোমারে জানালো অকস্মাৎ হৈল চিতে । তেঞি নরোত্তমদ্বারে কহিনু আসিতে ॥ ভাল হৈল শীঘ্ৰ আইলা কি আর কহিতে । নদীয়া ভ্রমণে কালি যাইব প্রভাতে ॥ ইহা শুনি শ্ৰীনিবাস পড়ে পদতলে । ক্রোড়ে লইয়া ঈশান ভাসয়ে নেত্রজলে ॥ ঈশান কহয়ে বাপ তোমারে দেখিয়া। জুড়াইল আমার দারুণ দগ্ধ হিয়া ॥ হইলাম বৃদ্ধ হীন হুৈনু সামর্থ্যেতে । এবে অকস্মাৎ হৈল সমর্থ্য দেহেতে ॥ ঐছে কত কহি শ্ৰীনিবাসে সেই ক্ষণে। মিলাইলা যে আছেন প্রভু প্রিয়গণে ॥ সে দিবস প্রভুর আলয়ে সৰ্ব্বজন । রছিলেন যৈছে তাহ না হয় বর্ণন ॥ রজনী প্রভাতে শ্ৰীঈশান মহাশয় । নদীয়া ভ্রমণে চলে উল্লাষ হৃদয় ॥ খ্ৰীনিবাসচার্য্য নরোত্তম রামচন্দ্র । ঈশানের সঙ্গে চলে উথলে আনন্দ ॥ প্ৰণমিয়া বীর বার প্রভুর মন্দিরে । মায়াপুর হৈতে মাত্র কৈলা অতোপুরে ॥ প্রথমেই জাতে