পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । ৭১৯ শুনিয়া ব্রহ্মার বাক্য চাহি ব্রহ্মা-পানে। অন্তরের কথা কিছু কহয়ে তাহানে ॥ ভক্তভাব লৈয়া ভক্তিরস অস্বাদিব। পরম দুল্লভ সঙ্কীৰ্ত্তন প্রকাশিব ॥ নানাবতারের নানাভাবে ভক্ত যে তে । করবে ব্রজtলুগত মধুর-রসেতে ॥ ঐছে বাক্যে রাধ। প্রেম হৃদয়ে উথলে । বাঞ্জtভ্ৰয় কহিতেই ভাসে নেত্রজলে ॥ অনুগ্রহ করিয়া ব্ৰক্ষারে জানাইল ॥ প্রভুর যে বাঞ্জাত্রয় বিজ্ঞে ব্যক্ত কৈল ॥ তথাহি শ্রীচৈতন্যচরিতামৃতে । আদি। ১ । ৬ ॥ শ্রীরাধায়াঃ প্রণয়মহিম কীৰ্দ্ৰশো বানয়ৈবাস্বাদ্যে যেনাভূক্ত মধুরিমা কাশে বা মদীয়: । সৌখ্যং চাস্য। মদনুভবতঃ কীদৃশং বেতি লোভভদ্ভাবtঢ্যঃ সমজনি শচীগৰ্ত্তীসন্ধেী হরীন্দুঃ ॥ পুন প্রভু সঙেক্ষপেই ব্রহ্মারে কহিলা । দেখিবা সাক্ষাতে মেীর নবদ্বীপলীলা । কহি তান্তরের কথা হৈল অন্তৰ্দ্ধান । এই হেতু লোকে ব্যক্ত অন্তদ্বীপ নাম ॥ প্রভুর কৃপাতে ব্রহ্ম হৈল। হর্ষ অতি । নবদ্বীপে প্রভুর প্রকট চিন্তে নিতি ॥ এই অস্তুদ্বীপ ভূমে গৌরগণ সনে। করে যে বিলাস তা বর্ণিবে কুন জনে ॥ ওহে শ্ৰীনিবাস অন্তদ্বীপ শোভময় । এ স্থান দর্শনে অভিলাষ সিদ্ধি হয় ॥ সুবর্ণবিহার ওই দেখ শ্ৰীনিবাস । কহিব পশ্চাৎ এই গ্রামে যে বিলাস ॥ ঐছে কত কহি সঙ্গে লৈয়া তিন জনে । সিমলিয়া গ্রামে প্রবেশিলা কতক্ষণে ॥