পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२७ ভক্তিরত্নাকর। [ দ্বাদশ তরঙ্গ । সৰ্ব্বভক্ত সঙ্গে লৈয়া। সঙ্কীর্তনে মাতিব জগত মাতাইয়া ॥ কেহ কহে ভক্তের জীবন গৌরহরি। করিয়া সন্ন্যাস হইবেন দেশান্তরী ॥ অসংখ্য তীর্থের পূর্ণ করি অভিলাষ । জগন্নাথ প্রীতে করিবেন ক্ষেত্রে বাস ॥ ঐছে মহানন্দে কত কহি পরম্পর। প্রভুপাদপদ্ম চিন্তা করে নিরস্তর ॥ অতি অনুরাগে ঋষিগণ আরাধয় । ভকত বৎসল প্ৰভু অধৈর্য্যাতিশয় ॥ মধ্যহ্নের সূৰ্য্যসম মধ্যাহ্ন কালেতে। হইলা সাক্ষাৎ শোভা কে পারে বণিতে ॥ ভুবনমোহন ভঙ্গি করিতে দর্শন। হৈল অনিমিষ ঋষিগণের নয়ন ॥ ব্যাপিল পুলক অঙ্গে নেত্রে অশ্রুধার। ভূমে পড়ি প্রভুরে প্রণমে বার বার ॥ করিল অনেক স্তুতি কহিল না হয়। করি প্রদক্ষিণ পূন প্রভুরে কহয় ॥ ওছে প্রভু বহু অভিলাষ মো সবার। নেত্র ভরি দেখি এই নদীয়া বিহার ॥ নবদ্বীপ ধ্যান যেন করিয়ে সদাই । নিরন্তর তোমার ভক্তের গুণ গাই ॥ ঐছে কত প্রভু আগে কহি ঋষিগণ । প্রভুকে দেখিতে বাঞ্ছে সহস্ৰ লোচন ঋষিস্তুতি-বশে প্ৰভু কহে ঋষিগণে ৷ হইবেক পূর্ণ সবে যে করিলা মনে ॥ নবদ্বীপ লীলা মোর অতি গোপ্য হয়। রাখিবে গোপনে ইথে মোর প্রখোদয় ॥ শুনি ঋষিগণ কহে কি বলিব প্রভু। করতলে সূৰ্য্য কি আচ্ছন্ন হয় কছু। ঐছে ঋষিগণ কত কহয়ে উল্লাষে৷ শুনি গৌরচন্দ্ৰপ্ৰভু মনে মনে হাসে ॥ ঋষিগণে মনের আনলে কৃপা করি। হইলেন অন্তৰ্দ্ধান প্ৰভু গৌরহরি। প্ৰভু অদর্শ