পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ धांन° उब्रत्र । ভক্তিরত্নাকর। ፃ:ፃ নেতে ব্যাকুল ঋষিগণ। এখা হৈতে মধ্যাছেই করিলা গমন ॥ গঙ্গাতীরে কুমারহট্টের সন্নিধানে। দেখিয়া অপূর্ব স্থান রহে সেই খানে ॥ যথা স্থিতি কৈলা তাহা প্রসিদ্ধ আছয় । সপ্তঋষি ঘাট অদ্যাপিহ লোকে কয় ॥ ওহে শ্ৰীনিবাস মধ্যদ্বীপের প্রসঙ্গ। অল্পে জানাইলু এথ হৈল মহারঙ্গ ॥ মধ্যাহ্নের সূৰ্য্যসম মধ্যাহ্ন সময় । দেখা দিলা প্ৰভু তেঞি মধ্যদ্বীপ কয় ॥ অন্য ঋষি এথ। কথো দিন তপ কৈল । তেঁহো হর্ষে মধ্যদ্বীপ নাম প্রচারিল ॥ এস্থান দর্শনে হয় অমঙ্গল নাশ । মিলয়ে নিৰ্ম্মলভক্তি এথা কৈলে বাস। গৌরাঙ্গের অদ্ভুত বিলাস এই খানে । মাতাইলা জীবেরে দুল্লভ প্রেমদানে ॥ ঐছে কত কহি শ্ৰীঈশান হর্ষ অতি। বামন পোঁখৈর ৫ গ্রামে চলে মন্দ গতি ॥ চতুর্দিকে চাহি নেত্রে ঝরে প্ৰেমজল ৷ শ্ৰীনিবাস প্রতি কহে হইয়া বিহ্বল ॥ দেখ রমণীয় ভূমি ওহে শ্ৰীনিবাস । এই সব স্থানে প্রভুর অদ্ভুত বিলাস ॥ বামন পোঁখৈরা এই গ্রাম নাম হয়। পূৰ্ব্বনাম ব্রাহ্মণ পুষ্কর বিজ্ঞে কয় ॥ ব্রাহ্মণ পুষ্কর নাম যেরূপে হইল। তাহা করি পূর্ব বিজ্ঞ মুখে যে শুনিল । এই খানে ছিল পূজ্য প্রাচীন ব্রাহ্মণ। পরমতপস্বী সর্বশান্ত্রে বিচক্ষণ ॥ শ্ৰীপুষ্কর তীর্থে উার অতিশয় ভক্তি। তথা যাম এ ইচ্ছা চলিতে নাহি শক্তি ॥ হইয়া ব্যাকুল বিপ্র কহে বীর বার। শ্ৰীপুষ্কর তীর্থ সেবা নহিল আমার ॥ ঐ পুক্ষরস্থিতি বামন পৌর্থেরা—পাঠান্তর ॥