পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3e ভক্তিরত্নাকর। [ बाँ*ि ऊद्गत्र । শ্ৰীনিবাস প্রতি কহে হাত সান দিয়া দেখ স্ত্রীনিবাস এই হাটডাঙ্গ গ্রাম। পূৰ্ব্ব বিজ্ঞগণ কহে উচ্চহট্ট নাম ॥ उँक्रश्डे গ্রাম নাম হৈল যে প্রকারে । তাহ কিছু কহিয়ে শুনিমু সাধুস্বারে ॥ ইন্দ্রাদি যতেক দেব এথাই রহিয়া । পরস্পর কহে কত বিহ্বল হইয়া ৷ কেহো কহে এই কলি যুগ ধন্য ধন্য । হইব প্রকট প্রভু শ্ৰীকৃষ্ণচৈতন্য । অদ্বৈত ঈশ্বর নিত্যনন্দ বলরামে। করিব প্রকট পূৰ্ব্ব নিয়মিত ধামে ৷ কেহে৷ কহে নবদ্বীপে সকলের স্থিতি। অসংখ্য প্রভুর গণ কহি কি শকতি ॥ প্রভু পরিকর যত করুণীর সিন্ধু। দীন হীন অধম জনের প্রাণবন্ধু । কেহ কহে প্ৰভু পরিকরগণ লৈয় । সঙ্কীওঁনে মাতিব জগৎ সাতাইয়: বহিব আনন্দনদী এই নদীয়tয় । জীবের কল্মষ নাশ হইব হেলায় ॥ কেহ কহে হবে যে মঙ্গল নাই অন্ত । দেখিবে অদ্ভুত লীলা লোক ভাগ্যবন্ত ॥ মো সবার জন্ম যদি হয় নদীয়ায় । তবে সে মনের মহা দুঃখ দূরে যায়। কেহ কহে এথা জন্ম অবশ্য হইব । প্রভুর বিহার নেত্র-ভরি নিরখিব ॥ নবদ্বীপবাসী ভক্ত লৈয়া মো সবায় । করিব নিযুক্ত গৌরচন্দ্রের সেবায় ৷ ঐছে কত কহে যেন হাট বসাইল। এই উচ্চ স্থানে উচ্চ কীৰ্ত্তনারম্ভিল ॥ সকলে ভুলিয়া বাহু কহে আৰ্ত্ত চিতে । বিলম্ব না কর প্রভু অবতীর্ণ হৈতে ॥ ঐছে কহি পরম উল্লাসে দেবগণ বিবিধ ভঙ্গিমা করি

  • -- حعمححتسبیبی تبسمسم مے ہے۔
  • হাত সানা-হস্তসঙ্কে ৩ ।