পাতা:ভক্তিরত্নাকর.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీశ్రీ ভক্তিরত্নাকর } [ वेिऊँौग्न ऊज्ञत्र । লঙ্ঘিয়া প্ৰণমিয়া পদতলে । শ্ৰীমস্তকে হস্ত দিয়া ভাগে নেত্রজলে ॥ ঐশিখা মুণ্ডন করি প্রভুর ইচ্ছায়। কি কৈতু কি কৈলু বলি ভূমিতে লোটায় ॥ শ্ৰীমস্তকে দেখি শ্ৰীশিখার আদর্শন। চতুর্দিকে লোক সব করয়ে ক্ৰন্দন ॥ ক্ষিতি সিক্ত অসঙ্খ্য লোকের নেত্রজলে । কেহ কিছু না শুনে ক্ৰন্দনকোলাহলে ॥ কিবা স্ত্রী পুরুষ ধৈর্য্য ধরিতে না পারে। শিরে করাঘাত করি নিন্দে বিধাতারে ॥ ) গঙ্গাধর-ভট্টাচার্য্য ছিলেন তথায় । প্রভুর সন্ন্যাস দেখি কান্দে উভরায় ॥ সিক্ত হইল৷ বিপ্র দুই নয়নের জলে । মূৰ্চ্ছাপন্ন হইয় পড়িল ভূমিতলে ৷ প্রভুর ইচ্ছায় মাত্র রহিল জীবন । কতক্ষণ পরে কিছু পাইল চেতন ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্যনাম প্রভুর হইল। শ্রীচৈতন্যনাম বিপ্ৰকর্ণে প্রবেশিল ॥ শ্রীচৈতন্য নাম বিপ্র লয় বার বার। নিরন্তর দুই নেত্ৰে বহে অশ্রুধার ॥ কণ্টকনগরে স্থির হইতে না পারে। চলিলেন ক্ষিপ্তপ্রায় গঙ্গা-তীরে তীরে ॥ চৈতন্য চৈতন্য বলি ডাকয়ে সদায় । স্নান ভোজনাদি ক্রিয়া কিছু নাহি ভয় ॥ এইরূপে চাথদিগ্রামেতে প্রলেশিলা । গঙ্গাধরে দেখি সবে বিস্ময় হইলা ॥ কিছু দূরে থাকি অতিসাত্ত্বিক ব্রাহ্মণ। গঙ্গাধর-ভট্টাচার্য্যে করে নিরীক্ষণ ॥ কেহ কারু প্রতি কহে এবা কি আশ্চৰ্য্য ৷ হইলেন ক্ষিপ্ত গঙ্গাধর-ভট্টাচাৰ্য্য ॥ কেহ কহে ইহঁ ক্ষিপ্ত হইল যে নিমিত্তে । তাহ কিছু জানি আমি শুন একচিত্তে ॥ ঈশ্বরংশ নিমাই-পণ্ডিত নদীয়ার। পরমসুন্দর সুর্য্যসম তেজঃ র্যার ॥ তাহার প্রভাব